মশা উত্তরের না দক্ষিণের তা সনাক্ত করার ১০টি অব্যর্থ টেকনিক

৫১৮ পঠিত ... ১৭:২৬, জুলাই ৩১, ২০১৯

ডেঙ্গুবাহী এডিস মশা নির্মূল ও ধ্বংসের শুনানিতে এক আইনজীবী আদালতকে বলেন, ‘উত্তরে ওষুধ দিলে মশা দক্ষিণে যায়, দক্ষিণে দিলে উত্তরে যায়।’ তার মতে এ কারণেই মশা নিধন করা সম্ভব হয়নি। উত্তর আর দক্ষিণের মশারা যদি এমন লুকোচুরি করে, মশা নিধন তো কষ্টকর বটেই! কর্তৃপক্ষ কী করে উত্তর আর দক্ষিণের মশা সনাক্ত করে, তা আমাদের জানা নেই। কিন্তু আপনি যদি বুঝতে চান যে আপনাকে কামড়ানো মশাটি উত্তরের না দক্ষিণের, কীভাবে বুঝবেন? eআরকি আপনাকে বাতলে দিচ্ছে সেসব উপায়। মশারির ভেতর বসে মশা মারতে মারতে আমাদের গবেষক মিয়া জি মামুন এবং তৌকির আহমেদ আবিষ্কার করেছেন কোন মশা উত্তর আর কোনটা দক্ষিণের তা বোঝার ১০টি অব্যর্থ পদ্ধতি!

 

১# শহরের মশাদের গায়ে জিপিএস ট্র্যাকার সেট করে দিলে উত্তর আর দক্ষিণের মশা সহজেই সনাক্ত করা যাবে। 

২# পূর্ব অথবা পশ্চিম থেকে মশা ধরে এনে মশাদের মাঝে গুপ্তচর হিসেবে ছেড়ে দিলে সে মশাদের গোপনে ফলো করে আপনাকে রিপোর্ট করতে পারবে।

৩# মশাদের একটি স্পোকেন কোর্স করিয়ে দিলে তারা কথা বলার সামর্থ্য অর্জন করবে। তারপর জিজ্ঞেস করলেই সে মশা উত্তর না দক্ষিণের তা বলে দিতে পারবে।

৪# ঢাকার মাঝ বরাবর একটা শক্তিশালী চুম্বক স্থাপন করা যায়। এতে করে উত্তরের মশা চুম্বকের উত্তর মেরুতে আর দক্ষিণের মশা দক্ষিণ মেরুতে আটকে যাবে। 

৫# নানান রকম শব্দ শুনিয়ে মশাদের প্রতিক্রিয়া দেখুন। উত্তরের মশারা প্লেনের শব্দ ভালোবাসবে, দক্ষিণের মশারা ভালোবাসবে লঞ্চের সাউন্ড!

৬# উত্তরের মশারা হইচই করে পুরান ঢাকার বিরিয়ানি কাবাব খেতে আসে। দক্ষিণের মশারা পশ এলাকার নামিদামি রেস্টুরেন্টে মাঝে সাঝে এসে চেক ইন দেয়।

৭# উত্তরের মশাদের ফেভারিট হ্যাংআউট প্লেস মিরপুর। আর দক্ষিণের মশাদের হলো জুরাইন। 

৮# উত্তরের মশারা পাসপোর্ট করাতে উত্তরা কিংবা আগারগাঁও অফিসে দৌড়ায়। দক্ষিণের মশারা কেরানীগঞ্জে যায়। তবে নানান জটিলতার কারণে অধিকাংশ মশাই শেষ পর্যন্ত পাসপোর্ট পায় না।

৯# দক্ষিণের মশারা সবসময় ‘সাঈড’ এ থাকতে পছন্দ করে। অন্যদিকে উত্তরের মশারা কামড়ায় ধীরে-সুস্থে, তারা শুধু কুলই না, ‘অতি-কুল’ হয়।

১০# উত্তরের মশাদের শুঁড়ে মেট্রোরেলজনিত ধুলাবালি থাকায় তাদের রক্ত টানতে সময় বেশি লাগে, তাই তারা বেশি সময় নিয়ে কামড়ায়। অন্যদিকে দক্ষিণের মশারা বসেও কম সময়, রক্ত টানেও একেবারে স্মুথ!

৫১৮ পঠিত ... ১৭:২৬, জুলাই ৩১, ২০১৯

Top