গরম গরম টিপস: এই গরমে যে ১০টি উপায়ে আরামে থাকতে পারেন

১০০৬ পঠিত ... ১৩:০৩, জুলাই ২২, ২০১৯

এই গরমে আরামে থাকা তো দুরের কথা, আরাম শব্দ উচ্চারণ করতে গেলেও ঘেমে যেতে হচ্ছে। তবু গরম যখন চরমে, গরম ছাড়া অন্য ভাবনা তো আসার আগেই বাষ্প হয়ে যায়! এই গরমেও কীভাবে আরামে থাকা যেতে পারে, প্রচন্ড গরমে পুরোনো পত্রিকা দিয়ে বাতাস খেতে ভেবে বের করেছে eআরকির গরম মেজাজের গবেষক দল!

১. আপনার অফিস, কর্মস্থল বা অবস্থান করা যায় এমন জায়গায় যদি এসি থাকে তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওখানেই অবস্থান করুন। যদি সেখানকার কতৃপক্ষ আপনার প্রস্থান নিয়ে প্রশ্ন করে তাহলে বলবেন, জীবনের নিরাপত্তা নিয়ে হুমকি আছে বলেই আপনি এখানে অবস্থান নিয়েছেন।

২. নিজস্ব ডিভাইস, যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ কিংবা অন্য যেকোনো ধরনের ডিভাইসে এসির ছবি, পাহাড়ি ঝর্ণার ছবি, বরফের ছবি ওয়াল পেপার হিসাবে ব্যবহার করুন। আমেরিকার এক গবেষণায় জানা গেছে এইসবের ছবির দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকলে শরীর শীতল হয়।

৩. ইউটিউবে বৃষ্টির শব্দ শুনতে পারেন। চোখ বন্ধ করে বৃষ্টির শব্দ শুনতে শুনতে একসময় আপনি ভুলে যাবেন যে বৃষ্টির শব্দ ইউটিউব থেকে আসছে। তখন আপনার মনে হবে বাইরে সত্যি সত্যিই বৃষ্টি হচ্ছে। চোখ খুলে বৃষ্টি নিয়ে কয়েকটা স্ট্যাটাসও দিয়ে দিতে পারেন।

৪. ছোটবেলার সেই শিক্ষকের কথা মনে করুন যাকে দেখলে আপনার শরীরের রক্ত হিম হয়ে যেতো, শরীর শীতল হয়ে যেতো। মনে করে কিছুক্ষণ ভাবুন, দেখবেন শরীর ঠান্ডা হয়ে গেছে। অথবা এমন কোনো গোপন পাপের কথা মনে করুন যেটা সমাজ বা আপনার কাছের লোক জানলে আপনার শরীর হিম হয়ে যাবে। মনে করুন সেই কথাটা সবাই জেনে গেছে!

৫. বাড়ির নাম বদলে 'আরাম' রেখে দিন! এই গরমেও আরামে থাকতে পারবেন তা মোটামুটি নিশ্চিত!

৬. কোনো নাবিকের সঙ্গে যোগাযোগ করে একটি মৎস্যকন্যা বা মারমেইড খুঁজে বের করুন। এরপর তার সঙ্গে সমুদ্রের নিচে পালিয়ে যান! পানির উপরে কোথাও শান্তি নাই...

৭. ডিসকভারি চ্যানেলের এন্টার্কটিকা শাখায় পেঙ্গুইনদের ভিডিও করার চাকরি পান কিনা, ট্রাই করে দেখতে পারেন।

৮. এইগুলাতেও যদি কাজ না হয় তবে গরমে ভালো থাকার একটাই উপায়। গোসল করার আগে একবার গোসল করুন, গোসলের পরে আরেকবার গোসল করুন।

১০. কোনো উপায় কাজ না করলে আপনার চিন্তা শক্তির ব্যবহার করুন। মানুষের চিন্তা শক্তির চেয়ে ক্ষমতাশীল নাকি কিছু নাই।

১০০৬ পঠিত ... ১৩:০৩, জুলাই ২২, ২০১৯

Top