শাহরিয়ার নাজিম জয়ের টক শোতে বিখ্যাত ব্যক্তিরা আসলে যা বলতে পারতেন

৯২৮০ পঠিত ... ২২:৪৪, এপ্রিল ০৯, ২০১৯

অভিনয় বাদে বাকি সব কিছু নিয়ে আলোচনায় আসা অভিনেতা শাহরিয়ার নাজিম জয় কিছুদিন আগে আলোচিত হয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে লেখা তার একটি তৈলাক্ত আবেদনপত্রের সুবাদে, যেখানে তিনি নিজের নামকে একটু বেশিই সিরিয়াসলি নিয়ে একটি প্লটের 'আবদার' করেছিলেন! তবে তার কিছুদিনের মাথাতেই জয় আবার আলোচনায় আসেন 'নাঈম এবং এতিমখানা' বিষয়ক ইস্যুতে। সম্প্রতি জয় বনানী অগ্নিকান্ডের ঘটনায় আলোচনায় আসা নাঈমের একটি সাক্ষাৎকার নেন। সেখানে নাঈম জানায়, সে পুরো টাকাটা (বনানী অগ্নিকান্ডের ঘটনার পর জনৈক প্রবাসী নাঈমের শিক্ষা ও ভবিষ্যতের জন্য পাঁচ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিলেন) এতিমখানায় দান করতে চায়, কারণ খালেদা জিয়া এতিমখানার টাকা আত্মসাৎ করেছেন।

এত কমবয়সী এক বাচ্চার কাছ থেকে এমন মন্তব্য শুনে বিস্মিত সবাইকে আরও বিস্মিত করে দিতে তার পর দিন নাঈমের দেয়া আরেকটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে নাঈম জানায়, তাকে ঐ বক্তব্যটি শিখিয়ে দেওয়া হয়েছিল। ফেসবুকে এ নিয়ে বয়ে যায় সমালোচনার ঝড়। (যদিও জয় সে সময় একটি লাইভ ভিডিওতে এসে জানান যে, তিনি নাঈমকে কিছুই শিখিয়ে দেননি।) নিজেকে হুমকির শিকার বলে দাবি করে জয় নিজের ‘জীবন ভিক্ষা’ চান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে!

অতি অতি সম্প্রতি জয় আবার নাঈমের আরও একটি সাক্ষাৎকার নিয়েছেন। সেখানে নাঈম বলেছে, কেউ তাকে কিছু শিখিয়ে দেয়নি! সে যাই হোক... কে কাকে ঠিক কী শিখিয়ে দিয়েছে, আমরা সেসবের কিছু জানি না। আমরা জাস্ট কল্পনা করেছিলাম, রবীন্দ্রনাথ, নজরুল কিংবা লিওনেল মেসির মত বিখ্যাত ব্যক্তিরা যদি জয়ের টক শোতে আসতেন, তারা কী বলতেন? দেখুন তো, এমনি কিছুই বলতেন কিনা... 

রবীন্দ্রনাথ ঠাকুর

জয়: আপনি ইংল্যান্ডের রানীর দেয়া নাইট উপাধি বর্জন করেছিলেন কেন?
রবীন্দ্রনাথ: কারণ আমি জানতাম ঐ দেশ তাদের রাজধানী লন্ডনে একজন গ্রেনেড সন্ত্রাসী খাম্বা তারেককে আশ্রয় দেবে।

 

কাজী নজরুল ইসলাম

জয়: আপনি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নিয়ে, 'আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল' কবিতা লিখেছিলেন কেন?
নজরুল: আর বইলেন না জয় ভাই। বিএনপি আমাকে জোর করে বোমা মেরে খুন করার হুমকি দিয়ে এই কবিতা লিখিয়ে নিয়েছিলো।

 

স্যার আইজ্যাক নিউটন

জয়: আপনার গতির সূত্র তিনটা কেন, চারটা কেন না?
নিউটন: কারণ আমি এককালে চারদলীয় ঐক্যজোট নামে একটা দলকে দেখে বুঝেছিলাম, চার জিনিসটা একদমই অকাজের।


মাইকেল ফ্যারাডে

জয়: আপনি বৈদ্যুতিক জেনারেটর আবিস্কার করেছিলেন। এটা আবিস্কারে আপনার অনুপ্রেরণা কী ছিল?
মাইকেল ফ্যারাডে: কারণ তারেক জিয়া খাম্বা কেলেংকারি করায় বাংলাদেশে কারেন্ট থাকতো না।

 

শাহরুখ খান

জয়: 'জিয়া জিয়ারে জিয়ারে' নামে আপনার একটা গান আছে জাব তাক হ্যায় জান সিনেমার। এই গান আপনি কেন গেয়েছিলেন?
শাহরুখ: আমি ঐ মুভিতে একজন আর্মি ম্যান হিসাবে দশ ট্রাক অস্ত্র মামলা আর গ্রেনেড হামলার জন্য খালেদা আর তারেক জিয়ারে গ্রেফতার করার আহবান জানিয়েছিলাম।

 

লিওনেল মেসি

জয়: রোনালদো নেইমার নাইকির বুট পরে খেললেও আপনি নাইকির জুতা পরেন না কেন?
মেসি: কারণ নাইকির সাথে কানাডিয়ান নাইকো কোম্পানির নামের মিল আছে। আর খালেদা জিয়া নাইকো দূর্নীতি করেছিলো।

 

সালমান খান

জয়: আপনি খান একাডেমি খুলেছেন কেন?
সালমান খান: কারণ খালেদা জিয়া ক্লাস এইটের পর আর পড়ালেখা করেনি। আমি চেয়েছি পৃথিবীতে এমন পড়ালেখা না করা মানুষ যেন আর একটাও না থাকে, সেজন্যই...

৯২৮০ পঠিত ... ২২:৪৪, এপ্রিল ০৯, ২০১৯

Top