সন্তানের সাথে কার্টুনিস্ট তীর্থের যাপিত জীবনের নানান মুহূর্ত নিয়ে ৩৫+টি কার্টুন

৩১৩৭ পঠিত ... ১৩:৩৬, মার্চ ২৫, ২০১৯

সন্তান জন্মাবার আগে এবং পরে, একজন মানুষের জীবনের এই দুটো পর্যায়কে একেবারে মোটাদাগে আলাদা করে রাখা যায়। সন্তান হবার পর বাবা-মায়ের জীবন যাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই যে পরিবর্তন আসে, তা কেউই হয়ত অস্বীকার করতে পারবেন না। শিশু সন্তানের শৈশবের ছবি তুলে সেগুলোকে স্মৃতি হিসেবে রেখে দেন অনেক মা-বাবাই। কিন্তু যদি সেগুলোকে আঁকার খাতায় স্মৃতি হিসেবে রেখে দেওয়া যায়, তাহলে কেমন হতো ভেবে দেখুন তো! কার্টুনিস্ট রীশাম শাহাব তীর্থ তেমনটাই করেছেন। ‘যাপিত জীবন’ শিরোনামের একটি সিরিজে তিনি আঁকছেন সন্তানের বাবা হওয়ার পরের অভিজ্ঞতাগুলো।

কার্টুনিস্ট তীর্থ ২০১৬ সাল থেকেই পরিবারের যাপনের নানান ঘটনা; যেমন সাংসারিক কাজকর্ম, অবসর, বিশ্রাম, ভ্রমণ অভিজ্ঞতা ইত্যাদি আঁকতেন। তখন পরিবারে ছিলেন তীর্থ এবং তার স্ত্রী স্থপতি আদবানা আনিস। পরে ২০১৮ সালে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা সন্তান। তারপর থেকে তাদের জীবন যেমন চলতে থাকে সন্তানকে নিয়ে, তেমনি যাপিত জীবন সিরিজটির কেন্দ্রীয় চরিত্রেও চলে আসে তাদের কন্যাশিশু।

বাবা হওয়া এবং এই সিরিজটি নিয়ে তীর্থ eআরকিকে বলেন ‘বাবা হওয়ার অনুভূতি একদমই অন্যরকম, ভাষায় প্রকাশ করা যাবেনা।আমি চেয়েছি মেয়ের বেড়ে ওঠার দৈনন্দিন ঘটনা গুলোকে ছবির মাধ্যমে প্রকাশ করতে। স্মৃতি গুলোকে ধরে রাখতে। মেয়ে বড় হয়ে হয়ত একদিন তার ছোটবেলার এই স্মৃতি দেখে আনন্দ পাবে।’

তীর্থ ছবিগুলো নিয়মিতই প্রকাশ করেন ফেসবুকে। ছবিগুলো নিয়ে তিনি অভূতপূর্ব সাড়া পেয়েছেন। অনেকেরই মনে পড়ে গিয়েছে নিজেদের সন্তান পালনের স্মৃতি। তীর্থ বলেন, ‘অনেকেই ভীষণ উৎসাহ আর ভালবাসা প্রকাশ করেছেন সিরিজটি নিয়ে। ছবিগুলো দেখে আনন্দ পান। কারো সাথে দেখা হলেই আগে শিশু কন্যার খোঁজ খবর নেন। ছবিগুলোকে একসাথে করে একটা বই প্রকাশ করলে সেটা কেনার আগ্রহ প্রকাশ করছেন বহুজন। সকলের ভালবাসা পেয়ে আমরা সত্যিই আপ্লুত।’

কার্টুনিস্ট তীর্থ তার আঁকাআঁকির জন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞ স্ত্রী আদবানার কাছে। মা আদবানা সন্তানকে নিরলস পরিশ্রমে লালন পালন করছেন দেখেই বাবা তীর্থ এঁকে যেতে পারছেন চমৎকার এই ছবিগুলো।

নিয়মিত যাতে ছবিগুলো এঁকে যেতে পারেন তাই তীর্থ আঁকার বিষয়বস্তু, কম্পোজিশন, ভঙ্গি, মাধ্যম সবকিছুই সহজ সরল রেখেছেন। ডিজিটাল মাধ্যমে নিয়মিত এঁকে যাওয়া কিছুটা ঝামেলার মনে হওয়ায় তিনি স্কেচ খাতা আর ব্রাশপেন দিয়েই ছবিগুলো এঁকে যাচ্ছেন। আর আঁকার স্টাইলের অনুপ্রেরণা নিয়েছেন গাজীর পট আর পটচিত্র থেকে।

eআরকির পাঠকদের জন্য থাকছে নিজ শিশুসন্তানকে নিয়ে কার্টুনিস্ট তীর্থ’র আঁকা ‘যাপিত জীবন’ সিরিজটির চমৎকার ছবিগুলো।

 

১#

its a girl!


২#

যাপিত জীবন


৩#

ঘুমঘুমি


৪#

খাই দাই


৫#

বৈকাল বিহার


৬#

জলকেলি


৭#

সাফ সাফাই


৮#

সুঁই ফোঁড়


৯#

আয় আয় চাঁদ মামা


১০#

হড়হড়


১১#

বিরতি সিনেমা


১২#

বুড়োবুড়ির খেলনা


১৩#

বৃষ্টি বিলাস


১৪#

আমি হব রাতের বেলার পাখি


১৫#

গঙ্গা যমুনা


১৬#

ঠেলাগাড়ি


১৭#

মাথা মুড়াই


১৮#

পর্বতারোহণ


১৯#

গড়াগড়ি


২০#

ঝুলনদেবী


২১#

শীত শীত


২২#

আঁকি বুকি


২৩#

শীতের বিকাল


২৪#

ভালবাসা বাংলাদেশ


২৫#

রিক্সা ভ্রমণ


২৬#

দোল দোল


২৭#

আবার জলকেলি


২৮#

অসুখ বিসুখ


২৯#

কলাহার


৩০#

বসতে পারি নিজে নিজ


৩১#

31 কামড়


৩২#

পড়াপড়ি গড়াগড়ি


৩৩#

আপিস


৩৪#

পটি


৩৫#

শ্রান্তি শান্তি


৩৬#

খানাসূত্র


৩৭#

বাঘমামা

৩১৩৭ পঠিত ... ১৩:৩৬, মার্চ ২৫, ২০১৯

Top