নারীকে জব্দ করতে অপব্যবহৃত এই ১২টি শব্দের মূল অর্থ জেনে নিন

৩৪৫৩ পঠিত ... ১২:০২, মার্চ ০৮, ২০১৯

আমাদের সমাজে নারীদের এখন আর আগের মতো আবদ্ধ হয়ে থাকতে হয় না। শত বাধা-বিপত্তি পেরিয়ে নারীরা চার দেয়ালের বাইরে বেরিয়ে আসছেন। সংগ্রাম করে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন সমাজে। তবুও আমাদের সমাজে চেষ্টা করা হয় শব্দ দিয়ে নারীদের জব্দ করে ফেলতে। ঘরে-বাইরে সর্বত্র মুখের ভাষা নারীর চলার পথে কাঁটা হয়ে পড়ে থাকে। এসব শব্দের অনেকগুলো দিয়েই নারীকে ‘অবজেক্টিফাই’ করা হয়। অথচ প্রতিটি শব্দেরই আছে অন্য কোন মানে। নারীদেরকে অবমাননা করে বলা শব্দগুলোর আসল অর্থ জেনে রাখুন, আর প্রতিরোধ করুন নারীদেরকে শব্দ দিয়ে জব্দ করার চর্চা।

 

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

 

৭#

 

৮#

 

৯#

 

১০#

 

১১#

 

১২#

 

আরো পড়ুন:
৩৪৫৩ পঠিত ... ১২:০২, মার্চ ০৮, ২০১৯

Top