টি ব্যাগ স্টোরিজ : টি ব্যাগ যখন ছবি আঁকার ক্যানভাস

১৬০৬ পঠিত ... ২১:১৮, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

বিশাল দেয়াল থেকে মাইক্রোস্কোপিক কোন বস্তু, শিল্পীর ক্যানভাস কত জায়গাই না হতে পারে।  সাদিতউজজামান তার মধ্যে থেকে নিজের ক্যানভাস হিসেবে বেছে নিয়েছেন টি ব্যাগকে।

টি ব্যাগ ব্যবহার করে চা বানানোর পর সেটার সর্বোচ্চ উপযোগ আদায় করার জন্য আমরা টি ব্যাগটি চামচ দিয়ে চেপে নিই মাঝেমধ্যে। কিন্তু সাদিত টি ব্যাগের ভিন্ন এক উপযোগ বের করেছেন। চা বানানোর পর ফেলে দেয়া টি ব্যাগগুলো সাদিত সংগ্রহ করে পরিষ্কার করেন, এরপর তা রোদে শুকিয়ে তাতে ছবি আঁকেন। নিতান্তই শখের বশে পরিত্যক্ত টি ব্যাগ নানান রঙে রাঙান তিনি। তাকে অনুপ্রেরণা দিয়েছেন আমেরিকান টি ব্যাগ আর্টিস্ট রুবি সিলভিয়াস। তার আঁকার ক্যানভাস হয়ে ওঠা টি ব্যাগে কখনো দেখা যায় দেশের বিখ্যাত কোনো স্থাপনা বা জায়গা, সিনেমার নায়ক-নায়িকা, কখনো বা নানা রঙের আল্পনা।

সাদিতের কাজগুলো দেখা যাবে টি ব্যাগ স্টোরিজ পেজে। প্রকৃতি, উৎসব, সিনেমা, বইসহ বিভিন্ন জিনিসের ছবি আঁকার পাশাপাশি 'দেবী' সিনেমার প্রমোশনেও ব্যবহার করা হয়েছিল টি ব্যাগে তার আঁকা একটি ছবি। টি ব্যাগে আঁকা সাদিতের কিছু 'স্টোরি'তে আপনিও চোখ বুলিয়ে নিতে পারেন।

 

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

 

৭#

 

৮#

 

৯#

 

১০#

 

১১#

 

১২#

 

১৩#

 

১৪#

 

১৫#

 

১৬#

 

১৭#

 

১৮#

 

১৯#

 

২০#

 

২১#

 

২২#

 

২৩#

 

২৪#

 

২৫#

 

২৬#

 

২৭#

 

২৮#

 

২৯#

 

৩০#

১৬০৬ পঠিত ... ২১:১৮, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

Top