যে ৭টি লক্ষণ থাকলে আপনার প্রেমিক-প্রেমিকাকে অবশ্যই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে

৪৫৯৫ পঠিত ... ২০:২৮, ফেব্রুয়ারি ০৯, ২০১৯

আজ সারাদেশে একযোগে শিশুদের খাওয়ানো হয়েছে ভিটামিন এ ক্যাপসুল। আপনি হয়তো বড় হয়ে গেছেন, এডাল্ট হয়েছেন, প্রেম করছেন, তাই বলে কি ভাবছেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার প্রয়োজন ফুরিয়েছে? একেবারেই তা নয়। আপনার 'বাবু' অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার মধ্যে নিচের ৭টি লক্ষণ থাকলে আজকের দিনটা নিয়ে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। আপনার ভালোবাসার মানুষটিকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে খাওয়াতে হবে ভিটামিন এ ক্যাপসুল। নিচের লক্ষণগুলো আপনার মধ্যে থাকলে আপনিও এক ডোজ খেয়ে নিতে ভুলবেন না।

 

১#

আপনার প্রেমিক-প্রেমিকাকে বাবু না বললে সে কি রাগ করে? পরে রাগ ভাঙানোর জন্য ময়না, টিয়া, বাচ্চা, কলিজা ইত্যাদি সম্বোধন করে কথা বলতে হয়? যখন আদরের মুডে থাকেন তখন তাকে উদ্দেশ করে গুলুগুলু, কুচিপুচি, ওলে ওলে ইত্যাদি আল্লাদী শব্দ করেন? তাহলে আপনি এবং আপনার প্রেমিক/প্রেমিকা দুজনেরই ভিটামিন এ ক্যাপসুল খেয়ে নেয়াটা ভালো!

 

২#

তিনবেলা খাওয়ার কথা মনে করায় না দিলে সে খাওয়াদাওয়া করে না। মাঝে মাঝে তাকে খাওয়ানোর জন্য, 'বাবু তুমি না খেলে আমিও খাবো না' টাইপ ভয় দেখানোর প্রয়োজন পড়ে? তাহলে আপনার বাবুকে নিয়মিত খাবারের পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোও জরুরি।

 

৩#

আপনার প্রেমিক প্রেমিকাকে বিভিন্ন কাজ করানোর জন্য নানাধরনের লোভ দিতে হয়? যেমন, বাবু তুমি সিগারেট না খেয়ে থাকতে পারলে চুমু খেতে দিব, বা আজকের মত রাগ ভেঙে ফেলো তাহলে শপিংয়ে নিয়ে যাবো। যদি এরকম লোভ দেখানো আপনার প্রেমিক-প্রেমিকার সাথে ফলপ্রসূ হয়, তবে ভিটামিন এ ক্যাপসুল তো তার জন্যই।

 

৪#

আপনার প্রেমিক-প্রেমিকা খালি বাসায় একা থাকতে ভয় পায়? তাই তার বাসা খালি হওয়া মাত্রই আপনাকে ফোন দিয়ে চলে আসতে বলে বা আপনি নিজে থেকেই ঝটপট তার বাসায় গিয়ে হাজির হন? এই ধরণের ভয় দূর করে আপনার বাবুকে বড় ও সাহসী বানানোর জন্যই তাকে ভিটামিন দিন।

 

৫#

আপনার প্রেমিকা প্রেমিকাকে ফোনের ওপাশ থেকে আদর আর 'গুডনাইট কিসি' না দিলে তার ঘুম হয় না? সকালে আবার ঘুম ভাঙার সাথে সাথেই তাকে কল না দিলে তার মন খারাপ হয়? বাচ্চাদের এই লক্ষণগুলো আপনার ভালোবাসার মানুষের মধ্যে পাওয়া গেলেও ঝটপট তাকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে আনুন।

 

৬#

আপনি প্রেমিকা-প্রেমিকার অনুমতি ছাড়া কোনো কাজ করলে, কোথাও গেলে সে কি রেগে যায়? আপনাকে সবসময় চোখে চোখে রাখা হয়? আপনি যাতে 'উল্টাপাল্টা' কিছু না করতে পারেন সেজন্য আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাও কি তার দখলে? আপনি তার এত খেয়াল রাখতে পারছেন যেহেতু, সেহেতু আজ ভিটামিন এ ক্যাপসুলটাও খাইয়ে আনুন নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র থেকে।

 

৭#

অন্য কারো ছবিতে লাভ রিয়েক্ট দিতে দেখলেই আপনার বাবুটি কি চটে যায়, এমনকি ব্রেকাপের হুমকিও দেয়? 'আমি ছাড়া আর কারো ছবিতে লাভ দিতে পারবা না' এরকম দাবিও কি সে করে থাকে? তাহলে আর দেরি নয়, আপনার বাবুটিকে লাভ রিয়েক্টের পাশাপাশি দ্রুত ভিটামিনের ডোজ দিন।

৪৫৯৫ পঠিত ... ২০:২৮, ফেব্রুয়ারি ০৯, ২০১৯

Top