এই যুগে ইউরোপের হল্যান্ড থেকে দেশে প্রথমবার আলু আনা হলে মানুষের প্রতিক্রিয়া যেমন হতো

২১৯৬ পঠিত ... ১৬:০৭, জানুয়ারি ২৬, ২০১৯

ব্রিটিশ শাসনামলে ১৭৭২ থেকে ১৭৮৫ সালের মধ্যে ইউরোপের হল্যান্ড থেকে এ দেশে প্রথমবার আলু আনা হয়। নতুন কোনো কিছু শুরু করলে বা নিয়ে আসা হলে এই সময়ে আমরা সোশ্যাল মিডিয়া ও তার বাইরে মানুষের নানান রকম প্রতিক্রিয়া দেখি। ভাবুন তো, এই যুগে যদি প্রথমবার দেশে ইউরোপ থেকে আলু আনা হতো? কেমন হতো বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া? বিসিএসের প্রস্তুতি নিতে নিতে তা নিয়ে গবেষণা করেছিল eআরকির আলু গবেষক দলের সদস্যবৃন্দ।

১# না টক না ঝাল। এইয়া মানুষ খায় কেমনে? বিদেশে চলে না বলে হয়তো আমাদের দেশে আনা হয়েছে।

২# আয়োজিত হতো আলু মেলা, যেখানে ৩ টাকায় এক কেজি আলু কেনা যেত। ৩ টাকায় আলু কিনতে সেখানে মানুষ ধাক্কাধাক্কি করে পূর্ণ উদ্যমে আলুর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তো!

৩# দেশকে গরীব দেখানোর এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে সরকার। আলু আমরা খাব না। রাজপথ ছাড়বো না।

৪# শালা গরীব! আলু খা, মানুষ হ।

৫# যে লোক আলু আমদানি করছে, নিশ্চয়ই সে মিরপুরে থাকে। জ্যামে বসে থাকতে থাকতে মাথা পুরাই গেছে। না হলে এরকম বাজে মাল দেশে আমদানি করে কেমনে।

৬# আলু আনার আর সময় পাইলো না! সবকিছু আমার বিসিএসের আগে আনতে হবে? এখন এই আলু নিয়েও পড়াশোনা করতে হবে... হল্যান্ডে কোন বা* সবার আগে আলু খাইছে এইসব পড়তে হবে... আজাইরা!

৭# দেশে প্রথমবারের মতো আলু আনা হইছে। তাতে আমার কী।, আমি তো ডায়েটিংয়ে আছি!

৮# আলুর সাথে একটা সেলফি তুলেই ফেললাম! কেমন লাগছে ফ্রান্স?

৯# বিদেশ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আলু আনার কী দরকার? দেশের মানুষকে এমনভাবে তৈরি করতে হবে যেন নিজেরাই আলু তৈরি করতে পারে।

১০# আমিই কি একমাত্র ব্যক্তি যে এখনো আলু নিয়ে কোন কথা বলি নাই। এই জাতি কি আমাকে মেনে নিবে?

১১# আলু একটা বিদঘুটে খাবার। অতি শীঘ্রই এটা আবেদন হারিয়ে ফেলবে। এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই।

১২# এই জাতি কোনদিন মানুষ হবে না! সামান্য আলু নিয়ে এতো চেঁচামিচি? আমি তো জাস্ট ১৫টা স্ট্যাটাস দিছি!

১৩# আজ আমরা দেখাবো কিভাবে নুডলসের আলুর বিরিয়ানির তেহারি তৈরি করতে হয়।

১৪# বন্ধুরা, রাইফেলসে আলু ফেস্ট চলতেছে, ১০০০ টাকা দিয়ে টিকিট কিনলে আলুর সব ডিশ একবার চেখে দেখা যাবে... কে কে যাবা?

১৫# আমার ছেলে এটা খাওয়ার কারণে পরীক্ষায় ডাবল গোল্লা পাইছে। গুল্লি মারি আলুর।

১৬# এই আলু আপনাদেরকে কে দিয়েছে?

২১৯৬ পঠিত ... ১৬:০৭, জানুয়ারি ২৬, ২০১৯

Top