ফ্ল্যাট পাওয়ার জন্য যেভাবে মাত্র ৫টি ধাপে সাংবাদিক হয়ে যেতে পারেন

১৩৬২ পঠিত ... ২০:৪৫, জানুয়ারি ২৪, ২০১৯

আবাসন সঙ্কট নিরসনে সাংবাদিকদের ফ্ল্যাট দেওয়ার কথা ভাবছে সরকার, এমনটাই জানালেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ (সূত্র: ঢাকা ট্রিবিউন)। এখন, আপনিও কি সাংবাদিক হতে চান? হতে চান সরকার প্রদত্ত একটি সুদৃশ্য ফ্ল্যাটের মালিক? তাহলে এই লেখাটি শুধু আপনার জন্য৷ eআরকি আপনাকে বাতলে দিচ্ছে 'সাংবাদিক' হওয়ার সহজতম উপায়। মাত্র পাঁচটি ধাপেই আপনি হয়ে যেতে পারেন একজন স্বনামধন্য সাংবাদিক, মোস্ট ইম্পর্টেন্টলি, হতে পারেন একটি ফ্ল্যাটের মালিক!

 

প্রথম ধাপ: আইডি কার্ড 

সাংবাদিক হতে হলে, সবার প্রথমেই আপনার থাকতে হবে একটি পরিচয় পত্র। ভাবছেন, পরিচয় পত্র আপনাকে কে দেবে? কেউ দেবে না, কাউকে দিতেও হবে না। আপনাকেই বানিয়ে নিতে হবে৷ যেকোনো প্রিন্ট-লেমিনেটিং এর দোকানে গেলে ওরাই বানিয়ে দেবে।

 

দ্বিতীয় ধাপ : নিজস্ব সংবাদ পত্র

আইডি কার্ড বানানোর জন্য আপনার লাগবে একটি সংবাদ সংস্থার নাম। যে নামটি লেখা থাকবে আইডি কার্ডের উপরে। আপনি মনে মনে একটি নাম ঠিক করে ফেলুন। ধরুন, আপনার সংবাদ পত্রের নাম- 'ভাল্লাগেনা টুয়েন্টি ফোর ডট কম'। এই নামে কিনে ফেলুন একটি ওয়েব সাইটের ডোমেইন। খরচের কথা ভাবছেন? আরে ভাই, ৫০ লাখ টাকা দামের ফ্ল্যাট পাওয়ার জন্য ১০ হাজার টাকা খরচ করবেন না?

 

তৃতীয় ধাপ : ফেসবুজ পেজ

এবার 'ভাল্লাগেনা24 ডট কম' নামে একটি পেজ খুলে ফেলুন। আর নিজের প্রোফাইলে গিয়ে এবাউটে লিখে দিন- জার্নালিস্ট এ্যাট ভাল্লাগেনা24 ডট কম। ব্যাস! এই তো হয়ে গেলেন একজন সাংবাদিক! তবে এখানেই কাজ শেষ নয়৷ আর মাত্র দুটি ধাপ...

 

চতুর্থ ধাপ : কপি পেস্ট

বিভিন্ন অনপ্রিয় এবং নির্ভরযোগ্য সূত্র টাইপ নিউজ পোর্টালের নিউজ লিংকে গিয়ে জাস্ট লেখাটা কপি করে আপনার পোর্টালে পেস্ট করতে থাকুন। এভাবে প্রতিদিন দশটা নিউজ কপি পেস্ট করতে পারলে ৩০ দিনে আপনার আপনার পোর্টাল আর ওই অরিজিনাল পোর্টালের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আর অবশ্যই আপনার ফেসবুকে সেসব কপি-পেস্ট নিউজ শেয়ার কর‍তেও ভুলবেন না৷

 

পঞ্চম ধাপ : শো-অফ

এবারই আসল কাজ। আপনি যে সাংবাদিক এটা 'শো অফ' করতে শুরু করুন৷ নিজের বাইক থাকলে হেড-লাইটের কাভারে লিখে দিন- 'সাংবাদিক'। এছাড়া মাঝে মধ্যে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সেল্ফি তুলে আপলোড দিন। ক্যাপশনে লিখুন - 'জরুরী মিটিং এ এসেছি'। দুয়েকজন সিনিয়র সাংবাদিকের ফেসবুক ফ্রেন্ড হওয়ার চেষ্টা করুন। আর প্রতিটা নিউজ সংগ্রহের জন্য আপনাকে কি নিদারুণ কষ্ট করতে হয়, সেটার বিবরণ দিয়ে মাঝে মধ্যে স্ট্যাটাস দিতে থাকুন।

 

এভাবে চালিয়ে যেতে পারলে আশা করা যায়, সরকারের দেয়া প্রথম ফ্ল্যাটটি আপনিই পেতে যাচ্ছেন। আপনাকে আগাম অভিনন্দন!

১৩৬২ পঠিত ... ২০:৪৫, জানুয়ারি ২৪, ২০১৯

Top