গুগল ম্যাপে নতুন কিছু ফিচার যুক্ত করার জন্য একজন মিরপুরবাসীর আবেদনপত্র

১১৯২১ পঠিত ... ২১:০৬, জুলাই ২৭, ২০১৮

বরাবর
সিইও
গুগল ইনকরপোরেটেড
মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া
ইউনাইটেড স্টেটস অব আমেরিকা

বিষয় : গুগল ম্যাপের আপডেট সংক্রান্ত আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি দক্ষিণ এশিয়ায় অবস্থিত ১,৪৭, ৫৭০ বর্গ কিলোমিটার আয়তনের দেশ বাংলাদেশের একজন গোবেচারা নাগরিক এবং আপনার গুগলের পার্মানেন্ট ব্যবহারকারী। আপনি জেনে বিমর্ষ হবেন যে এই দেশে একটু বৃষ্টি হলেই পানি হাঁটুর উপরে উঠে যায় (বিশ্বাস না করলে গুগল করে দেখতে পারেন)। বিশেষ করে ঢাকার অবস্থা আপনাকে বলে বোঝানো সম্ভব নয়। অন্যদিকে মিরপুরের কথা শুনলে, আপনার চোখের জলে গুগলের হাঁটুর উপরেও পানি উঠে যেতে পারে। এতো দুঃখ দুর্দশার পরও মিরপুরবাসীরা কখনো কাঁদে না, যদি রাস্তায় পানি বেড়ে যায়!

শুধু যে মিরপুরের অবস্থা খারাপ তা নয়। চট্টগ্রামবাসীরাও ভালো নেই, ভালো নেই ধানমন্ডি, রায়েরবাজার কিংবা মালিবাগবাসীরাও। কিন্তু আমাদের দুঃখ দেখার কে আছে বলুন! দৈনিক কয়েক শ মানুষ উন্নয়নের গর্তে পড়ে হাত পা ভাঙ্গে, যাদের হাত পা ভাঙ্গে না তারা ভিজে যায় ময়লা পানিতে। শরীরে ময়লা নিয়েই তাদের স্কুলে যেতে হয়, অফিসে যেতে হয়, ডেটিং-এ যেতে হয়। এমনকি বিয়ে করতেও যেতে হয়! এছাড়া পানির জন্য রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যামে অপেক্ষা করা তো আছেই।

ডিজাইন: তরীকুল ইসলাম সৈকত

এমতবস্থায়, আমাদের একমাত্র আস্থা আপনার গুগল ম্যাপ। ইতোমধ্যে রাস্তায় জ্যাম আছে কিনা সেই ফিচার এড করে আমাদের অনেক উপকৃত করেছেন। জ্যামের পাশাপাশি রাস্তায় পানি আছে কিনা কিংবা পানির নিচে রাস্তা আছে কিনা, কোনটা নদী কোনটা রাস্তা, কোথায় গর্ত আছে, কেথায় নাই, গর্তের সাইজ বা গভীরতা কেমন ইত্যাদিও যদি আমরা গুগল ম্যাপ থেকে জানতে পারতাম বড়ই উপকার হতো। বেঁচে যেতো আমাদের সময়, হাত-পা, ইজ্জত ইত্যাদি।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, গুগল ম্যাপে উল্লেখিত ফিচার এড করে চট্টগ্রাম এবং ঢাকাবাসীর পাশে দাঁড়াতে আপনার মর্জি হয়। গর্তে পড়ে আর কোনো ভাই-বোনের যেন কোনো হাত-পা না ভাঙ্গে।

নিবেদক,
সমগ্র বাংলাদেশের পক্ষে মিরপুরবাসী।

 

মিরপুর নিয়ে আর পড়ুন-

১১৯২১ পঠিত ... ২১:০৬, জুলাই ২৭, ২০১৮

Top