এই ঈদেও আপনাকে যে পুরোনো ১৬টি বাক্য আবার শুনতে হবে

১৩৪২ পঠিত ... ০৪:০৯, জুন ১৪, ২০১৮

ঈদ প্রতিবছর আসে, প্রতিবছর এসে চলে যায়। এমন কিছু বাক্য আছে, 'রমজানের ওই রোজার শেষে' গানের মতো প্রতিবছরই ঈদ এলে যেগুলো শুনতেই হয়। এমনই কিছু বাক্য ভেবেছে eআরকির কনসিস্ট্যান্সি এক্সপার্টদের দল।

১# যানজটের শহর ঢাকা এখন ফাঁকা।

২# চলছে শেষ মুহূর্তের কেনাকাটা।

৩# ঈদে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি।

৪# আজ চাঁদ উঠলে কাল ঈদ।

৫# ঈদের ছুটিতেও ছুটি নেই শ্রমজীবী মানুষের। 

৬# বরাবরের মতো এবারও ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে।

৭# দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন।

৮# সমাজের সর্বস্তরের মানুষ এবং দেশি-বিদেশি কূটনীতিকদের সাথে ঈদের উভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি।

৯# ঈদ উপলক্ষে কারাগার, হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

১০# ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা সেজেছে বর্ণিল সাজে।

১১# ঈদ উপলক্ষে আমাদের চ্যানেল পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্টানের আয়োজন করছে।

১২# ঈদের ছুটিতেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়।

১৩# ঈদের ছুটিতে সারা দেশে ১০টি খুন।

১৪# ঈদের দীর্ঘ ছুটি শেষে আবারও ঢাকামুখী হচ্ছে মানুষ।

১৫# ঈদের ছুটি শেষ হলেও অফিস- আদালতে এখনো কাটেনি ছুটির আমেজ।

১৬# এবার ঈদের টিভি অনুষ্ঠানে দর্শকরা হতাশ।

১৩৪২ পঠিত ... ০৪:০৯, জুন ১৪, ২০১৮

Top