টেক্সাসের রমি যেভাবে প্রজাপতির ডানা 'মেরামত' করে দিলেন

১২৯৭ পঠিত ... ২২:১৭, জানুয়ারি ২২, ২০১৮

যখন কেউ নতুন নতুন প্রেমে পড়ে তখন আমরা বলি butterflies in stomach.আবার এটাও বলে যে টিনএজের সময় মেয়েরা খোলস ছেড়ে প্রজাপতিতে পরিণত হয়। আরও একটা ছোটখাটো 'লোকাল' মিথ হচ্ছে, কারো গায়ে প্রজাপতি বসলে তার নাকি বিয়ে হয়ে যাবে! (বিবাহিতদের গায়ে বসলে কী হবে, তা অবশ্য জানা যায় নি!) আর প্রজাপতি নিয়ে তো সেকাল থেকে শুরু করে এ কালে কত গান, কবিতা, সে হিসেব না করলেই ভালো! 

টেক্সাসের রমি ম্যাকক্লসকি কিন্তু প্রজাপতির সোনালি রুপালী পরাগ মাখা পাখা দেখে মুগ্ধ হয়ে গান, কবিতা লেখেননি। ডানা ভাঙা প্রজাপতি দেখে ডানা ঠিক করতে লেগে গিয়েছিলেন।

টাওয়েল, রুমাল, টুথপিক, ক্লিপ, কন্টাক্ট সিমেন্ট, ট্যালকম পাউডার, টুইজার আরো কত সরঞ্জাম নিয়ে শুরু করেন অস্ত্রোপাচার। আরেকটা মরা প্রজাপতির ডানা থেকে সেই অংশটুকু আলাদা করলেন।

তারপর একটা সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেটা কন্টাক্ট সিমেন্ট দিয়ে জোড়া লাগালেন। ব্যস, প্রজাপতিও ডানা মেলে উড়ে বেড়ালো আকাশে।

যদিও রমি নিছকই ভালো লাগা থেকে কাজটা করেছিলেন। কিন্তু বিয়ে জিনিসটা নাকি প্রজাপতির হাতে! প্রজাপতি এবার রমিকে বর না দিয়ে যাবে কই?

১২৯৭ পঠিত ... ২২:১৭, জানুয়ারি ২২, ২০১৮

Top