শুক্রবারের যে ১২টি মিশন কখনোই পসিবল হয় না

২৬৮৫ পঠিত ... ০২:৪১, সেপ্টেম্বর ২২, ২০১৭

শুক্রবার! সপ্তাহের একটিমাত্র ছুটির দিন, যদি সরকারি চাকুরে হয়ে থাকেন তবে পরম আরাধ্য 'উইকেন্ড'! সপ্তাহের যাবতীয় প্ল্যান জমানো থাকে শুক্রবারের জন্যই। প্ল্যান তো নয়, যেন একেকটা মিশন। কিন্তু প্রতি শুক্রবারেই ইমপসিবল থেকে যায় যেসব মিশনগুলো, এমনই কয়েকটি ভেবে বের করেছে eআরকির অলসতম গবেষণা দল।

১#

প্রতি শুক্রবারেই ভোর ৬টায় উঠে হাঁটতে যাওয়া এবং দুপুর ১২টা পর্যন্ত ঘুমানো, দুটো পরিকল্পনাই একই সঙ্গে বিরাজ করে। অসম্ভব বটে!

 

২#

আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া। পরে দেখা যায় আত্মীয়দের নাম্বার আদৌ ফোনে সেভই করা নেই... ব্যাপার না, আগামী শুক্রবারের আগে করলেই হবে...

 

৩#

সারা সপ্তাহ ধরে চেয়ারে পড়ে  থাকা শার্ট-প্যান্টের স্তূপকে গুছিয়ে জায়গামতো রেখে তাদের সৃজনশীল জীবনে ফিরিয়ে আনা...

 

৪#

ঘরের কম্পিউটার, রাউটার, টেবিল, চেয়ার হাবিজাবি সবকিছুতে জমে থাকা পুরু ধুলার আস্তরণ মুছে ঘরটাকে মানুষের ঘর বানানো!

 

৫#

কম্পিউটারের D Drive এ জমে থাকা মুভিগুলো থেকে অন্তত একটা অস্কার নমিনেটেড মুভি দেখে ফেলা, ডাউনলোড করার পর থেকে বিগত পাঁচ বছর ধরে যেগুলোর একটাও দেখা হয় নি...

 

৬#

জুম্মার নামাযে রুকুতে গিয়ে পণ করা, পায়ের নখ কাটতেই হবে!

 

৭#

আজকে ফেসবুকে পড়ে থাকা যাবে না, পরিবারের সঙ্গে সময় কাটাতেই হবে...

 

৮#

বইয়ের পৃষ্ঠার মাঝে চাপা দেওয়া ছোট কাগজের টুকরোটাকে মুক্তি দিয়ে আধা পড়া বইটা পড়া শেষ করা!

 

৯#

আমাজন জঙ্গলে পরিণত হওয়া টেবিলটা গুছানো। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর তালিকায় যা অবশ্যই থাকা উচিৎ...

 

১০#

ছুটির দিন, মা-কে রান্নাবান্নায় হেল্প করবোই...

 

১১#

ওয়াশরুমের আয়না পরিষ্কার করা, চেহারাটা অন্তত যেন দেখা যায় ততটুকু পরিষ্কার...

 

১২#

অনেকদিন ধরে দেখা হয় না টাইপ বন্ধুর সঙ্গে দেখা করা...

 

আইডিয়া: সাদিত আশরাফ

 

২৬৮৫ পঠিত ... ০২:৪১, সেপ্টেম্বর ২২, ২০১৭

Top