মাহফুজুর রহমানের কাছ থেকে গানের তালিম নিয়ে অন্য শিল্পীরা যেমন হয়ে উঠতে পারেন

৩৮৬১ পঠিত ... ২০:০৭, সেপ্টেম্বর ১৮, ২০১৭

মাহফুজুর রহমান, নাম নয় এক বিশেষণ। ব্যক্তি নয়, যেন সঙ্গীতের এক বিমূর্ত তৈলচিত্র। মাহফুজুর রহমান জানিয়েছেন, তিনি নিয়মিতই গান উপহার দেবেন শিল্পীদের। থেমে যাওয়ার জন্য সঙ্গীতের এই মায়াবী জগতে পা রাখেননি তিনি। কে জানে, শুধু গান শোনাবেনই না, হয়তো গান কিংবা সঙ্গীতের সংজ্ঞাটাও নতুন করে লিখবেন তিনিই। সঙ্গীতের মানে বদলে যাওয়া পর, হয়তো বিখ্যাত আর বরেণ্য শিল্পী এবং সুরকাররা তালিম নিতে আসবেন ওস্তাদের কাছে। মাহফুজুর রহমানের কাছ থেকে গানের তালিম নিয়ে ঠিক কেমন রূপ নেবেন খ্যাতিমান শিল্পী-সুরকাররা? কেমন হবে তাদের 'জয়েন্ট' রূপ? তেমনই কিছু ছবি আঁকার চেষ্টা করা হয়েছে মাত্র।

মাহফুজুর রহমান বিষয়ক আরও খবর---

মাহফুজুর রহমানের স্মৃতিচারণমূলক গ্রন্থ 'স্মৃতির আল্পনা আঁকি'র একটি কাল্পনিক রিভিউ

'শান্তি নিকেতন'-এর আদলে গানের স্কুল খুলছেন মাহফুজুর রহমান

গ্র্যামি অ্যাওয়ার্ডের নাম বদলে 'মাহফুজুর রহমান পুরস্কার' করার কথা ভাবছে কর্তৃপক্ষ

৩৮৬১ পঠিত ... ২০:০৭, সেপ্টেম্বর ১৮, ২০১৭

Top