হিংস্র কুকুরের মাঝে মন্ত্রী ও একটি করপোরেট শিক্ষা

৩৮৭৩ পঠিত ... ১২:২০, জুলাই ২০, ২০১৭

এক রাজার দশটি পোষা হিংস্র কুকুর ছিল। কোন মন্ত্রীর কাজে অসন্তুষ্ট হলে রাজা সেই মন্ত্রীকে ওই দশটি কুকুরের মধ্যে ছেড়ে দিতেন। কুকুরদের আঁচড় কামড়ে মন্ত্রীর প্রাণ যেত।

একদিন এক প্রবীণ মন্ত্রীর উপদেশ রাজার মনঃপূত না হওয়ায় তিনি ওই মন্ত্রীকে কুকুরদের মধ্যে ছেড়ে দেওয়ার আদেশ দিলেন। মন্ত্রী অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু রাজার মন নরম হলো না।

সেই মন্ত্রী বললেন, রাজামশাই, আমি গত দশ বছর ধরে আপনার সেবা করছি, আজ আমার একটা সিদ্ধান্ত আপনার পছন্দ হল না বলে আমায় এই কঠোর শাস্তি দিলেন! দয়া করে আমায় এই শাস্তি দেবেন না।

কিন্তু রাজা তার সিদ্ধান্তে অটল রইলেন। নিরুপায় হয়ে মন্ত্রী বললেন, মহারাজ আপনি আমায় আর দশটা দিন সময় দিন। তারপর আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব।

রাজা তাতে সম্মতি দিলেন।

মন্ত্রী তখন রাজপ্রসাদের কুকুর পালকের কাছে গিয়ে তাকে দশ দিনের ছুটি দিলেন এবং এই দশ দিন নিজের হাতে কুকুরদের যত্ন করলেন। তাদের স্নান করালেন, খাওয়ালেন, তাদের সঙ্গেই খেলাধুলা করলেন।

দশ দিন পর মন্ত্রী রাজসভায় প্রবেশ করা মাত্র রাজার আদেশে তাকে কুকুরদের মধ্যে নিক্ষেপ করা হল। কিন্তু রাজা আশ্চর্য হয়ে দেখলেন কুকুরগুলো মন্ত্রীকে আক্রমণ করার বদলে তার পা চেটে দিচ্ছে, লেজ নেড়ে আদর খাচ্ছে, পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে।

রাজা মন্ত্রীকে ডেকে অবাক চোখে এর কারণ জানতে চাইলেন। মন্ত্রী বললেন, মহারাজ আমি মাত্র দশদিন এই কুকুরদের সেবা করেছি। তারা আমাকে মনে রেখেছে। আর আমি আপনাকে দশ বছর ধরে সেবা করেছি কিন্তু আমার একটা ভুলে আপনি সেই সেবা ভুলে গেলেন!

এ কথা শুনে রাজা তার ভুল বুঝতে পারলেন।

এবং....

 

 

 

কুকুরগুলোর জায়গায় দশটি কুমির রেখে দিলেন। এরপর বললেন, আপনাকে এবার বিশ দিন সময় দিলাম তারপর কুমিরের খাঁচায় ছেড়ে দেব। এর মাঝে কোন কাজ থাকলে মিটিয়ে নিন।

মরাল অফ দি স্টোরি : ম্যনেজমেন্ট যদি মনে করে আপনাকে বাঁশ দেবে, তো দেবেই। ঠেকানোর উপায় নাই।

৩৮৭৩ পঠিত ... ১২:২০, জুলাই ২০, ২০১৭

Top