স্বৈরাচার মানুষ একদিনে হয়ে উঠতে পারে না। এরজন্য লাগে অনেক দিনের সাধনা। তবে ছোটবেলা থেকেই একজন সফল স্বৈরাচারের মধ্যে কিছু গুণ বা লক্ষণ দেখা যায়। যে গুণগুলো নিয়মিত চর্চা করলে যে কেউ হয়ে উঠতে পারবে একজন সফল স্বৈরাচার। এমনকি আপনিও। দেখুন তো, আপনার মধ্যে কিংবা আপনার আশেপাশের কারও মধ্যে এমন মহৎ গুণ দেখতে পান কিনা?
১# নিজের বিশ্বাসের মানুষ ছাড়া বাকি সবাই আপনার কাছে অনিরাপদ
২# আপনি মানুষকে কথায় কথায় ট্যাগ দিতে পছন্দ করেন
৩# নিজের বিশ্বাস ও পছন্দ জোর করে অন্যের ওপর চাপিয়ে দিতে আপনি ওস্তাদ
৪# নিজের ভুল কখনও স্বীকার করেন না, সব দোষ অন্যের উপর চাপিয়ে দেন
৫# সবসময় নিজের ক্ষমতার মহিমা প্রচার করে নিজেকে অপরিহার্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেন
৬# ক্ষমতা ধরে রাখার জন্য আপনি অন্যদের মতামতকে গুরুত্বহীন মনে করেন
৭# সমালোচকদের সাথে কোনরকম আলোচনায় না গিয়ে তাদের সম্পূর্ণভাবে দমন করার চেষ্টা করেন
৮# আপনার অধীনে থাকা সবাইকে ভয়-ভীতির মধ্যে রাখতে পছন্দ করেন
৯# সোশ্যাল মিডিয়া আপনার প্রশংসা না করে সমালোচনা করলে আপনি সেটাকে বন্ধ বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন কিংবা মব লেলিয়ে দেন
১০# সবসময় নিজেকে সঠিক এবং অপরকে ভুল প্রমাণ করতে ব্যস্ত থাকেন