যে দশ কারণে মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম বেশি রাখে

৩৭০ পঠিত ... ১৭:৫৫, সেপ্টেম্বর ০৫, ২০২৪

12

বাংলাদেশে মোবাইল অপারেটররা প্রতি গিগাবাইট ইন্টারনেট ৪ টাকায় কিনে ২৫-৩৫ টাকায় বিক্রি করে।

দামটা আপাত অনেক বেশি মনে হলেও, কোম্পানিগুলো শোনাচ্ছেন অজুহাতের ফুলঝুরি। দেশ ও জাতির কল্যাণে তারা দাম বাড়িয়ে রাখছে। তারা যেসব কারণ বলছেন তা তুলে ধরছি এখানে।

স্ক্রিনশট ফাঁস রোধে

হুটহাট শয়ে শয়ে স্ক্রিনশট ফাঁস হয়ে জন-জীবনকে বাধাগ্রস্থ করার দীর্ঘ ইতিহাস রয়েছে আমাদের। এই সামাজিক বিপর্যয় কমানো দরকার। কম টাকায় বেশি ইন্টারনেট দিলে বেশি বেশি স্ক্রিনশট ফাঁস হবে বলেই দাম বাড়িয়ে রাখা হচ্ছে। মানুষ যেন টাকার অভাবে ইন্টারনেট কম কিনে, স্ক্রিনশট ফাঁসও যেন কম কম হয়।

টিকটকের উপর চাপ কমাতে

ইন্টারনেট পেয়ে মানুষ করেটা কী? সেই তো দিনরাত এক করে টিকটক দেখে। তাও ঘণ্টার পর ঘণ্টা। একটা সামান্য অ্যাপ আর কত মানুষের চাপ সহ্য করবে? সেজন্য টিকটকের উপর চাপ কমাতেই মোবাইল অপারেটরগুলো ইন্টারনেটের দাম বেশি রাখে।

রাত জেগে রিলস দেখা কমাতে

টিকটকের পর আসে রিলস। দিন নাই, রাত নাই রিলস একবার দেখা শুরু করলে মানুষ দেখতেই থাকে, দেখতেই থাকে। কাজ-কর্মের খবর নাই। অফিস-আদালতের খবর নাই। রিলস দেখতে দেখতে যে মানুষ নিজেদের জীবনের কত মূল্যবান সময় নষ্ট করে তার কোনো ইয়ত্তা নাই। মোবাইল অপারেটরগুলো এমন সময় নষ্ট সহ্য করতে পারছে না। সেজন্য বেশি বেশি দাম রাখছে, যাতে মানুষ কম ইন্টারনেট কিনে সময়কে কাজে লাগাতে পারে।

ফেসবুকে স্ট্যাটাস কমানোর কৌশল

কম টাকায় ইন্টারনেট দিলে মানুষ সারাক্ষণ ফেসবুকে স্ট্যাটাস দেবে। মোবাইল অপারেটররা চায় আপনি বাস্তব বন্ধুদের সাথে কথা বলুন, তাই স্ট্যাটাসের ঝামেলা কমাতে দামে কড়া নীতি।

কর্ম দক্ষতার হ্রাস নিয়ন্ত্রণ

মোবাইল অপারেটররা কাজের সময় আপনাকে ফোকাসড রাখতে চায়। আর আমরা তো জানি, মোবাইলে ইন্টারনেট থাকলে মানুষ অন্য কোনো কিছুতে ফোকাস করতে পারে না। ইন্টারনেটের দাম বেশি রেখে তারা আসলে আপনার কর্ম দক্ষতা বাড়ানোর একটা ষড়যন্ত্র করছে!

ভিডিও কলের বিরতি

আপনি যদি সারাদিন ভিডিও কল করেন, প্রেমিক কিংবা প্রেমিকার সাথে কথা বলেন আপনার সম্পর্ক হয়ে যাবে পানসে। প্রেমের মধ্যে আরও টান আনার জন্যই দামটা বেশি রাখা। ইন্টারনেটের দাম বেশি, কথা বলবেন কম। সম্পর্কে লম্বা গ্যাপ থাকবে। আর গ্যাপ থাকলে একজনের প্রতি আরেকজনের আগ্রহও বাড়বে।

মানুষকে চিন্তাশীল করে গড়ে তোলা

বেশি ইন্টারনেট পেলে মানুষ সবকিছু গুগলেই জিজ্ঞেস করবে। এমন কী ২ আর ২ যোগ করলে কত হবে সেটাও দেখে গুগলে। এই কারণে মানুষের চিন্তা করার ক্ষমতা কমে যায়। মোবাইল অপারেটররা চায় আপনি একটু চিন্তা করেন।

ইউটিউবে রাত জাগা কমানো

রাতের ঘুমের মান বাড়ানোর জন্য ইউটিউবে কম ভিডিও দেখা আবশ্যক। তাই ইন্টারনেটের দাম বেশি করে তারা আপনার ঘুমের জন্য বিনিয়োগ করছে!

আড্ডায় সময় দেওয়া

আপনার আশেপাশে এমন অনেক মানুষকে দেখবেন, যারা আড্ডা দেয়ার সময় মাথা নিচু করে ফোন টেপাটেপি করে? কেন করে বলেন তো? ইন্টারনেটের কারণেই তো! পরিবার আর বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়ার সময় আপনার ইন্টারনেটের দরকার কী? মোবাইল অপারেটররা আসলে সম্পর্ক উন্নত করতে চায়, তাই দামে কৌশল!

আপনার পকেটের স্বাস্থ্য রক্ষায়

কম দামে বেশি ইন্টারনেট দিলে আপনি অযথা বারবার টাকা খরচ করবেন। তাই অপারেটররা আপনার অর্থনৈতিক সুরক্ষা দিচ্ছে! তারা চাচ্ছে আপনার পকেটে যা টাকা আছে তা একবারেই খরচ হয়ে যাক।

 

 

৩৭০ পঠিত ... ১৭:৫৫, সেপ্টেম্বর ০৫, ২০২৪

Top