গৃহকর্মীদের মতো আপনাকেও যদি আপনার কর্মস্থলে এ ধরণের নির্যাতন করা হয়!

৫৪৯৮ পঠিত ... ১৯:৫৪, জুলাই ১১, ২০১৭

গৃহকর্মী নির্যাতন আমাদের নাগরিক জীবনে নতুন কিছু নয়। উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে তারকা, রাজনীতিবিদ, ক্রিকেটার পর্যন্ত অভিযুক্ত হয়েছেন গৃহকর্মী নির্যাতনের দায়ে। বেশ কিছুদিন ধরে আলোচনায় না থাকা এই ইস্যুটি গত কদিন ধরে আবার যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। গত এক সপ্তাহে বিভিন্ন পত্রপত্রিকায় গৃহকর্মী নির্যাতনের খবর এসেছে অন্তত ৮টি। শিশু গৃহকর্মীকে কেউ গরম খুন্তি (অতি পুরোনো অস্ত্র), কেউ বেলন (ক্লাসিক অস্ত্র বটে!) কেউ বা হাতুড়ি (নাউ দিস হ্যাজ বিন ক্রিয়েটিভ, গ্রেট জব ম্যান!) দিয়ে পিটিয়েছেন। এক 'ভদ্রলোক' আবার গৃহকর্মীকে ফেলে দিয়েছেন সাত তলা থেকে। আয়েশা লতিফের গৃহকর্মী পেটানোর ঘটনাটি নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

আমরা যেমন টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, গৃহকর্মীরাও কিন্তু আপনার গৃহে চাকরিই করে। পার্থক্য একটাই, তাদের অফিস আওয়ার আপনার চাইতে কয়েকগুন বেশি কিন্তু বেতন কয়েকগুণ কম। অন্তত ১৪ বছরের শিক্ষাজীবন পেরিয়ে নানা ধরণের প্রশিক্ষণ নিয়ে অফিসে আপনি মোটামুটি আপনার পছন্দমতো একটা কাজ করতে পারেন কিন্তু একজন গৃহকর্মী কোন ধরণের প্রশিক্ষণ ছাড়াই আপনার বাসার গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। তারপরও তার কোন ভুল হলে আপনি তাকে রেহাই দেন না। গৃহকর্মী নির্যাতনের ঘটনাগুলো যাদের ঘরে ঘটে তারা একবার আপনার অফিসের সঙ্গে মিলিয়ে নিচের দৃশ্যগুলো ভেবে দেখুন তো-- 

১. ধরুন আপনি অফিসে খুব মনোযোগ দিয়ে কাজ করছেন। এমন সময় আপনার হাত থেকে একটা ফাইল পড়ে গিয়ে একটা পাতা ছিড়ে গেল, আর বস এসে আপনার পিঠে গরম খুন্তির ছ্যাকা দিয়ে বলল, একটা কাজ ঠিক মতো করতে পারিস না। এখন এই ফাইলের দাম কে দেবে?

২. মনে করুন অফিসে প্রচন্ড কাজের চাপ। একটানা কয়েক ঘন্টা কাজ করে হাপিয়ে উঠেছেন। একটু রিল্যাক্সড হওয়ার জন্য আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতে চাইলেন, দজ্জাল বস এসে চোখ কটমট করে বলল, 'কাজ ফাঁকি দিয়ে গান দেখা হচ্ছে! এত বড় সাহস তোর!' বলেই আপনার দু গালে ঠাস ঠাস করে চড় মারলো!

৩. মনে করুন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, অফিসে পৌঁছতে দেরি হয়ে গেলো। অফিসে ঢুকতেই বস আপনার চুল ধরে টানতে টানতে আপনাকে আপনার টেবিলে বসিয়ে বলল, 'সবগুলা কাজ শেষ করে তারপর উঠবি। আজ তোর ছুটি নেই! এত টাকা বেতন দেই তবুও রোজ রোজ দেরি করে অফিসে আসে।'

৪. অফিসের চিঠিতে ছোট্ট একটা বানান ভুলের শাস্তি হিসেবে বস পেপার ওয়েট দিয়ে আপনার আঙুল থেতলে দিলো!

৫. মনে করুন, আপনি অফিসে খুব ইমার্জেন্সি একটা কাজ করার সময় একটা ফাইলে এসে আটকে গেলেন। তক্ষুনি দৌড়ে বসের রুমে চলে গেলেন। অনুমতি ছাড়া রুমে ঢোকার কারনে বস আপনার দিকে জুতা ছুড়ে মেরে বললো, 'ছোট লোকের বাচ্চা! তুই হুট করে আমার ঘরে ঢুকলি কেন? এক্ষুনি এখান থেকে দূর হ।'

৬. আপনি পারিবারিক বিষয়ে প্রচন্ড দুশ্চিন্তায় আছেন, বেখেয়ালে আপনার আঘাতে অফিসের ফুলদানিটা পড়ে ভেঙে গেলো। বস তক্ষুনি আপনাকে দুটা থাপ্পড় মেরে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেলো। যেতে যেতে বলল, 'জীবনে ফুলদানি চোখে দেখিস নি? একটা ফুলদানির দাম কত জানিস?'

৭. হিসাব ভুল করেছেন। অফিসের ছোটখাটো একটা ক্ষতি হয়ে গেলো। বস হাসি মুখে আপনাকে ডেকে নিলো তার রুমে। তারপর শুরু করল বেদম পিটুনি। কলম দিয়ে আপনার চোখ খুঁচিয়ে বলল, 'আর কোনোদিন হিসাব দেখতে ভুল করবি? বল?'

৮. ময়লা শার্ট গায়ে অফিসে আসার কারনে বস আপনার মাথা ন্যাড়া করে দিলো!

৯, ধরুন, কোনো এক মেজাজ খারাপিয়া দিনে একটা বিষয়ে আপনি বসের সঙ্গে তর্ক করে বসলেন। এতে বস ক্ষুব্ধ হয়ে আপনার মুখ গরম চা ছুড়ে দিয়ে মুখ পুরিয়ে দিলো!

১০. বসের টেবিল থেকে বিদেশ থেকে আনা সুন্দর কলমটা একটু নেয়াতে বস যদি আপনার অফিসে তালা মেরে রাখে দুইদিন, ভাবুন তো কেমন লাগবে!

 

না মোটেও ভালো লাগবে না। এসব হবে বর্বরতা। ঠিক তেমনি গৃহকর্মীদের উপর নির্যাতনও বর্বরতা। তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করুন। তাদের প্রাপ্য সম্মান ও সম্মানী দিন। 

৫৪৯৮ পঠিত ... ১৯:৫৪, জুলাই ১১, ২০১৭

Top