বিজয় সরণির জ্যামকে লাইফটাইম পাশে পাওয়ার দাবিতে মহাসমাবেশ

৫৬ পঠিত ... ১৭:৫৫, সেপ্টেম্বর ০৩, ২০২৩

বিজয়-সরণির

বিজয় সরণির জ্যাম আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য আমাদের সাথে, আমাদের পূর্ব পুরুষদের সাথে, যুগ যুগ ধরে টিকে আছে। এতদিনের ঐতিহ্য দুইদিনের এক এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভেঙ্গে দেবে এটা কখনোই হবে না! এই দাবিতেই আজ বেলা ১২টা থেকে বিজয় সরণির মোড়ে চলছে এক অদৃশ্য মহাসমাবেশ।

এই সমাবেশের এক ভাইয়ের সাথে কথা বললে তিনি আমাদের বললেন, ‘বিজয় সরণির জ্যাম আমাদের রক্তে মিশে গেছে। এই জ্যাম আমাদের রক্ত থেকে বের করা যাবে না! আমার অফিস সকাল ১০টা থেকে। আমি ৭টায় বাসা থেকে বের হয়ে ৮টায় এসে জ্যাম বসে এক ঘণ্টা ঘুমাই তারপর অফিসে চলে যাই। এখন যদি এভাবে জ্যাম লাগা বন্ধ করে দেয়া হয় তাহলে আমার ঘুমের কী হবে! আমার তো এই জ্যামে ঘুমিয়ে ঘুমিয়েই অভ্যাস হয়ে গেছে, আমি তো অভ্যাসের দাস। অভ্যাস ছাড়ব কীভাবে!’

অন্যদিকে এক প্রেমিক ভাই আমাদের জানালেন, ‘এই বিজয় সরণির জ্যামে বসেই আমার প্রেম হয়েছে। আমি ছিলাম উবার রাইডারের পেছনে আর সে ছিল বিকাশ বাসে। প্রথমে চোখাচোখি আর তারপর কথা শুরু। আমরা তৎক্ষনাত দুইজন নেমে পাশেই নভোথিয়েটারে ডেট করেছি। দুই ঘণ্টা ডেটের পর আমরা আবার যার যার গাড়িতে উঠে বাসায় চলে গিয়েছি। তারপর থেকে প্রতি মাসেই আমরা আমাদের মান্থলি এনিভার্সারি ঠিক একইভাবে এভাবে জ্যামে সেলিব্রেট করি। আমাদের ইচ্ছা আমাদের বাচ্চারাও এভাবেই প্রেম করবে। এখন আমাদের এই ইচ্ছার কী হবে?’

তাদের সবার ঘুরেফিরে একটাই দাবি। হোক মেট্রোরেল, হোক এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিজয় সরণির জ্যাম থাকবে লাইফটাইম!

৫৬ পঠিত ... ১৭:৫৫, সেপ্টেম্বর ০৩, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top