খামখেয়ালি এসএম সুলতান ও আহমদ ছফা

১৪৭ পঠিত ... ১৭:৫২, আগস্ট ১০, ২০২৩

খামখেয়ালি

এসএম সুলতানের ৩০০ চিত্রকর্ম সোনারগাঁয়ে এক বাড়িতে ছিল। সুলতানের অনুরোধে সেগুলো আনার ব্যবস্থা করে দেন এক ভদ্রলোক। একটা সরকারি ট্রাকের ব্যবস্থা করে সাথে আহমদ ছফাকে দিয়ে দেন। কারণ সুলতানের গাঁজার প্রতি ছিল অসীম ভক্তি। দিনকাল ভুলে যেতেন। 

আর সে কারণেই নিরাপত্তা স্বরূপ ছফা সাহেব সাথে যান যাতে সহিসালামতে ৩০০ চিত্রকর্ম ঢাকায় ফেরত আসে এবং ট্রাকটা বিকেল ৫টার মধ্যে ইডেন গার্ডেন্সে জমা দেয়া যায়। সব ছবি সাবধানে ওঠানো হল। কাজ শেষ হওয়ার খানিক আগে সোনারগাঁয়ে সেই বাড়ির সামনে এক বাউলের সাথে সুলতানের দেখা হয়ে গেল। দুজনে মিলে গাঁজা খেতে বসলেন। গাঁজা খাওয়ার মধ্যে বাউল গান ধরলেন। স্বাভাবিকভাবে সুলতান বাকি সব কিছু ভুলে গেলেন।

আহমদ ছফা সুলতানকে ডাকতে আসলেন। সুলতান বিরক্ত হলেন। তিনি হিন্দিতে জবাব দিলেন, ‘আমি সুলতান, আমি কারও কথায় চলি না।' সাথে থাকা বাউলও তাল দিলেন। বললেন, ‘অবশ্যই আপনি সুলতান। আপনি কারও কথায় কেন চলবেন?’

ব্যস! হয়ে গেল। আহমদ ছফা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। তারপর ট্রাকে উঠে ড্রাইভারকে গিয়ে বললেন, ‘গাড়ি স্টার্ট দেন, আমাদের ৫টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে।’

ট্রাক চলা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সুলতানের ডাক শুনে পিছন দিকে তাকালেন ছফা সাহেব। দেখলেন জোব্বা পড়া সুলতান ট্রাকের পেছনে পেছনে দৌঁড়ে আসছেন আর বলছেন, ‘ছফা ভাই, আমাকে রেখে যাবেন না!’

১৪৭ পঠিত ... ১৭:৫২, আগস্ট ১০, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top