গ্র্যাজুয়েশনের পর এবার পা-ধোয়া পানির ব্যবসা শুরু করতে চান সাকিব আল হাসান

২৯৩ পঠিত ... ১৬:০১, মার্চ ২০, ২০২৩

গ্র্যাজুয়েশনের-পর-এবার-পা-ধোয়া-পানির-ব্যবসা-শুরু-করতে-চান-সাকিব-আল-হাসান

বিবিএতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আমাদের অল-রাউন্ডার সাকিব আল হাসান। সার্টিফিকেটের পাশাপাশি বাড়লো তার ব্যবসার নতুন এক অধ্যায়। এবার নিজের পা-ধোয়া পানির ব্যবসা শুরু করতে চান আমাদের ক্যাপ্টেন। কেমন হবে এই ব্যবসা? প্রতি ব্যবসার মতো এবারও কি লাভবান হবেন আমাদের ক্যাপ্টেন?

এ বিষয়ে ক্যাপ্টেনের সাথে কথা বললে তিনি জানালেন, ‘আমি একা হাতে কত কিছু সামলাই তা কি আপনারা দেখতেছেন? ঘর সামলাই, মাঠ সামলাই, পাপন ভাইয়ের কথা সামলাই, গ্র্যাজুয়েশন সামলাই, ব্যবসা সামলাই, আরও কত কী! এতকিছু সামলানোর পর যদি আমিও সাধারণ মানুষদের মতো আমার পা-ধোয়া পানি ফ্রি-তে দিয়ে দেই তাহলে কীভাবে হবে? আমার পা-ধোয়া পানি তো নরমাল মানুষের পা-ধোয়া পানির অনেক উর্ধ্বে! এটা নিয়ে ব্যবসা না করলে কী নিয়ে করবো!’

সাকিবের এমন নতুন ব্যবসা সম্পর্কে বিসিবির প্রেসিডেন্ট পাপন ভাইয়ের মন্তব্য জানতে চাইলে তিনি শুধু এটুকুই বললেন, ‘আমিই সাকিবকে বলেছি এমন বিজনেস শুরু করার কথা, আমার কথাতেই সাকিব এমন করছে।’

এদিকে এক ভূয়া প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনেছি, প্রতি লিটার পানি ১ লাখ টাকা দরেও বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। আবার ১ লিটারের নিচে পানি বিক্রি করতে ইচ্ছা প্রকাশও করছেন না আমাদের ক্যাপ্টেন!

২৯৩ পঠিত ... ১৬:০১, মার্চ ২০, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top