ম্যানেজমেন্টের বাঁশ

১৮৫ পঠিত ... ১৮:০০, ফেব্রুয়ারি ০২, ২০২৩

Management-er-bash

এক রাজার দশটি পোষা হিংস্র কুকুর ছিল l কোন মন্ত্রীর কাজে অসন্তুষ্ট হলে রাজা সেই মন্ত্রীকে ওই দশটি কুকুরের মধ্যে ছেড়ে দিতেন l কুকুরদের আঁচড় কামড়ে মন্ত্রীর প্রাণ যেত l

একদিন এক প্রবীণ মন্ত্রীর উপদেশ রাজার মনঃপূত না হওয়ায় তিনি ওই মন্ত্রীকে কুকুরদের মধ্যে ছেড়ে দিতে আদেশ দিলেন l মন্ত্রী অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু রাজার মন নরম হল না l

মন্ত্রী বললেন, ‘রাজামশাই, আমি গত দশ বছর ধরে আপনার সেবা করছি, আজ আমার একটা সিদ্ধান্ত  আপনার পছন্দ হল না বলে আমায় এই কঠোর শাস্তি দিলেন !! দয়া করে আমায় এই শাস্তি দেবেন না l’

কিন্তু রাজা তার সিদ্ধান্তে অটল রইলেন l নিরুপায় হয়ে মন্ত্রী বললেন, ‘মহারাজ আপনি আমায় মাত্র দশ দিন সময় দিন l তার পর আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব l’

রাজা তাতে সম্মতি দিলেন l

মন্ত্রী তখন কুকুর পালক এর কাছে গিয়ে তাকে দশ দিনের ছুটি দিলেন এবং এই দশ দিন নিজের হাতে কুকুরদের যত্ন করলেন। তাদের স্নান করালেন, খাওয়ালেন, তাদের সঙ্গেই খেলাধুলা করলেন l

দশদিন পর মন্ত্রী রাজসভায় প্রবেশ করা মাত্র রাজার আদেশে তাকে কুকুরদের মধ্যে নিক্ষেপ করা হল l কিন্তু রাজা আশ্চর্য হয়ে দেখলেন কুকুরগুলো মন্ত্রীকে আক্রমণ করার বদলে তার পা চেটে দিচ্ছে, লেজ নেড়ে আদর খাচ্ছে, পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে l

রাজা মন্ত্রীকে ডেকে অবাক চোখে এর কারণ জানতে চাইলেন l মন্ত্রী বললেন -- মহারাজ আমি মাত্র দশদিন এই কুকুরদের সেবা করেছি l তারা আমাকে মনে রেখেছে l আর আমি আপনাকে দশ বছর ধরে সেবা করেছি কিন্তু আমার একটা ভুলে আপনি সেই সেবা ভুলে গেলেন !!

একথা শুনে রাজা তার ভুল বুঝতে পারলেন।

এবং

কুকুরদের জায়গায় দশটি কুমির রেখে দিলেন l আর বললেন আপনাকে এবার কুড়িদিন সময় দিলাম তারপর কুমিরের খাঁচায় ছেড়ে দেব কিছু কাজ থাকলে মিটিয়ে নিন।

মরাল অফ দি স্টোরি: ম্যানেজমেন্ট যদি মনে করে বাঁশ দেবে, তো দেবেই।

১৮৫ পঠিত ... ১৮:০০, ফেব্রুয়ারি ০২, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top