একটি দাম্পত্য টোটকা

৮৭১ পঠিত ... ১৭:৪৪, সেপ্টেম্বর ০৮, ২০২২

Dampotto totka

সুযোগে ফোনে বউকে একটা বেফাঁস কথা বলে ফেলছি। কপাল ভালো, নেটওয়ার্ক সমস্যার কারণে ও কথাটি শোনেনি।

লাইনও কেটে গেলো৷ সাথে সাথে ফোন করে জানতে চাইলো, ‘কী বললাম।‘

মনে মনে একটা স্বস্তির নিশ্বাস ফেললাম। যাক বাবা, শুনেনি। ঝগড়ার হাত থেকে বেঁচে গেছি৷

—তুমি শোনোনি?

—না, বুঝিনি আবার বলো৷

ঝগড়া এড়াতে বললাম,

—বোঝোনি ভালো হয়েছে। বাদ দাও৷

—বাদ দেবো কেন? বলো কী বলেছো!

—এমনি একটা কথা৷ এত গুরুত্বপূর্ণ না৷

—গুরুত্বপূর্ণ না হোক। তাও শুনি৷ বলো৷

—আরে বাবা৷ বললাম তো, গুরুত্বপূর্ণ না৷ এমনি ফাজলামি টাইপের একটা কথা৷ বাদ দাও৷ বৃষ্টি হইতেছে?

—কথা প্যাঁচাবা না। বলো কী বলেছো!

—এমনি৷ বাদ দাও তো!

—আর তো বাদ দেয়া যাবে না৷ তুমি নিশ্চয়ই একটা ঝগড়ার কথা বলেছো! তোমাকে তো বিশ্বাস নাই! বলো, কী বলেছো!

—নারে, বাবা৷ তেমন কিছু বলিনি।

—তেমন কিছু বলোনি মানে কী? নিশ্চয়ই তুমি তেমন কিছু বলেছো৷ নইলে এমন আমতা আমতা করছো কেন? দেখো, আমি ঝগড়া করতে চাই না৷ বলো কী বলেছো!

—আমিও আসলে ঝগড়া করতে চাই না। সেজন্য বলছি না৷

—ওহ! তাহলে আসলেই ঝগড়ার কথা! তুমি তো ঝগড়ার কথাই বলবা৷ তোমার মুখ দিয়ে তো কোনদিন ঝগড়ার কথা ছাড়া ভালো কথা বের হবে না৷ তোমাকে তো আমি চিনি। বলো, কী বলেছো!

—ঝগড়া তো হয়েই গেলো। বাদ দাও৷ একদিনে দুইবার ঝগড়া করা ঠিক হবে না।

—আমি ঝগড়া করি? তুমি বলতে চাচ্ছো আমি ঝগড়া করছি তোমার সাথে? কথাটা বলবা কিনা বলো!

—আরেহ বাদ দাও না বাবা৷

— রাখতেছি৷ টাটা৷

এখন আবার ফোন করছে। আমি ফোন ধরতে যাচ্ছি। তার আগে আপনাদের দুইটা পরামর্শ দেই।

১# বেফাঁস কিছু বললে, সেটিকে না লুকিয়ে বলে ফেলা উত্তম৷ এতে ১ বার ঝগড়া হবে৷ লুকাতে গেলে ঝগড়া হবে তিনবার৷

২# এতসব সমস্যা এড়াতে বেফাঁস কথা না বলাই ভালো।

 

মোরাল অফ দ্য স্টোরি: যে ঝগড়া হবার সেটি হবেই। পৃথিবীর কোন শক্তিই সেটিকে আটকে রাখতে পারবে না।

৮৭১ পঠিত ... ১৭:৪৪, সেপ্টেম্বর ০৮, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top