সঠিক জায়গায় বসা যে কারণে জরুরী

৮৭৪ পঠিত ... ১৭:৪২, আগস্ট ২৮, ২০২২

Bosha

বউসহ বাসে উঠছি। একটা ফাঁকা সিটে ও বসলো। আর সিট ফাঁকা না থাকায় আমি দাঁড়িয়ে ছিলাম।

ওর পাশেই জানালার সিটে একটা মেয়ে বসা৷ কিছুদূর যেতেই পাশে দুটো সিটের একটা সিট খালি হলো৷ এই সিটেও জানালার পাশে একটা মেয়ে৷

চাইলে বউয়ের পাশের সিটের মেয়েকে রিকোয়েস্ট করে সিট এক্সচেঞ্জ করা যেতো। কিন্তু মেয়েটি জানালার পাশে বসায় উঠে আসতে হলে ওকে ডিঙ্গিয়ে আসতে হবে৷ অন্য পাশের সিটের মেয়ের ক্ষেত্রেও একই সমস্যা।

অগত্যা বউ ইশারা করে বললো, বসে পড়ো, কিছুদূর গিয়ে তো নেমেই যাবো।

আমিও বসে পড়লাম৷

একটু পরই বাসে একটা ভিক্ষুক উঠলো৷ আমি ৫ টাকা দিলাম। ৫ টাকা হাতে নিয়ে ভিক্ষুক আমার দিকে ও আমার পাশে বসা মেয়েটির দিকে তাকিয়ে বলা শুরু করলো, 'আল্লাহ আপনাদের সংসারে সুখ শান্তি বাড়িয়ে দিক৷ আয় রোজগারে বরকত বাড়িয়ে দিক। দুজনের মাঝে মহব্বত বাড়িয়ে দিক৷ দোয়া করি, আপনাদের ঘর নেককার সন্তান-সন্ততিতে ভরে উঠুক।'

আমি এখন কী করবো? বাস থেকে নেমে হিমালয়ের দিকে হাঁটা দিলে পৌঁছাইতে কতদিন লাগতে পারে?

৮৭৪ পঠিত ... ১৭:৪২, আগস্ট ২৮, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top