সত্য বা মিথ্যা; কোনো কথারই ভাত নাই!

৬৪৮ পঠিত ... ১৭:১৬, আগস্ট ২৫, ২০২২

Sotto-ba-mittha

একটা টিউশনির জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম। মেয়ে স্টুডেন্ট৷ নানান আলাপের শেষে স্টুডেন্টের মা জিজ্ঞেস করলো, ‘গার্লফ্রেন্ড আছে?’

ভাবলাম, গার্লফ্রেন্ড আছে বললে আবার কী না কী ভাবে!

বললাম, ‘না আন্টি। আমি সিঙ্গেল৷’

টিউশনিটা হয়নি। যে ভাই পাঠিয়েছিলো ওনার কাছে জানতে পারলাম, গার্লফ্রেন্ড নেই এমন কোন টিচার ওনারা রাখবেন না। সিঙ্গেল ছেলেদের বিশ্বাস নেই৷ পরে ছাত্রীর সাথেই প্রেম করবে।

.

কিছুদিন পর আরেকটা টিউশনির ইন্টারভিউ দিতে গেলাম। এবারেরটাও মেয়ে স্টুডেন্ট৷

এখানেও নানান আলাপের পর জানতে চাইলো, ‘গার্লফ্রেন্ড আছে?’

আগের মত ভুল করলাম না। বললাম, ‘জি আছে।’ নাম বললাম। একটু আগ বাড়িয়ে দু’জনের একসাথে ছবিও দেখালাম।

এই টিউশনিটাও হলো না। ছাত্রীর মা মুখের উপর বললো, ‘কী নির্লজ্জ ছেলে। গার্লফ্রেন্ড আছে, সেটা আবার বলে বেড়াচ্ছে। ছবিও দেখাচ্ছে। এই টিচারের কাছে আমাদের মেয়ে নিরাপদ না৷ ‘

.

দুনিয়াটা এমনই৷ এখানে সত্য কথারও ভাত নাই, মিথ্যা কথারও ভাত নাই৷

৬৪৮ পঠিত ... ১৭:১৬, আগস্ট ২৫, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top