আজ মাসের শেষ বৃহস্পতিবার, সদয় হন

৩৫০ পঠিত ... ১৭:৪৮, জুন ৩০, ২০২২

Shesh-brihospotibar-e-sodoy-hon

আজ ৩০ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ, ১৬ আষাঢ় ১৪২৯ বাংলা, ২৯ জিলকদ ১৪৪৩ হিজরী। রোজ বৃহস্পতিবার। বাইরে বৃষ্টি হচ্ছে। ঠাণ্ডা ঠাণ্ডা একটা আবহাওয়া। শীতল একটা পরিবেশ। প্রকৃতি তার অপার সৌন্দর্য অকৃপণভাবে আজ মেলে ধরেছে। শহরের চাকরিজীবীদের মন আজকে থাকার কথা ছিলো ফুরফুরে। কিন্তু তাদের মানিব্যাগে আজ টাকা নেই। সেজন্য তাদের মন ভালো নেই।   

এমন দিনে অফিসের জুনিয়র কলিগটি কাজে একটু ভুল করতেই পারে। অ্যাটাচমেনেট ছাড়াই পাঠিয়ে দিতে পারে ইমেইল। তবু, আজ তাকে বকা দেবেন না। কারণ, এক প্যাকেট চানাচুরের টাকা পকেটে নিয়ে ঘুরলেও ওকে আজ সবাই প্রত্যাখ্যান করছে। আসকে ওর মন ভালো নেই। আজ ওর সাথে দুটো মিষ্টি কথা বলুন। 

কেউ আজ ডেডলাইন মিস করতেই পারে। কিংবা ভুলেই যেতে পারে ডেডলাইনের কথা। ডেস্কে উদাস হয়ে বসে থাকতে পারে। আজ ওর উপর রাগ করবেন না। ওকে আজ ওর মত থাকতে দিন। বৃহস্পতিবার বিকেল থেকে কেউ ওর ফোন ধরেনি। আজ ওর মন খারাপ। ভীষণ মন খারাপ। আজ কেউ ওকে নাট-বল্টু খুলতে ডাকেনি। আজ ওর কাঁধে হাত রাখুন। ওকে বলুন, ‘বৃহস্পতিবার মানুষের জীবনে বারবার আসে।‘

আজ আপনার হাজবেন্ড একটু আগে আগে বাসায় ফিরতেই পারে। আসার সময় যে লবণ আনার কথা বলেছিলেন, সেটা ভুলে যেতেই পারে। সকালে ভেজা তোয়ালে বিছানায় রেখে যাওয়ার অপরাধে ওর জন্য যে বকাটুকু জমা রেখেছেন, আজ সেগুলো জমাই থাকুক। খুলবেন না। আজ ওকে বকবেন না। ও বেচারাকে আজ কেউ একটা ফোনও করেনি। আসকে ওর মন ভালো নেই। ওকে একটু জড়িয়ে ধরুন।

আপনার প্রেমিকার আজ একটু মন খারাপ করে থাকতেই পারে। সামান্য বিষয়ে দিয়ে দিতে পারে দুটো ধমক। মাসের শুরুর দিকের কোন এক সুখময় বৃহস্পতিবারের স্মৃতি আছে তাকে একটু নস্টালজিক করে দিতেই পারে। ওর উপর আজ রেগে যাবেন না। আজ ওর মনটাও ভীষন খারাপ। আজ মাসের শেষ বৃহস্পতিবার। আজ আপনার যে কারণে মন খারাপ ওরও একই কারণে মন খারাপ। ওর বৃহস্পতিবার ছিনতাই হয়ে গেছে।

মাসের শেষ বৃহস্পতিবারে কারোর উপর রাগতে নেই। অমঙ্গল হয়। আজকের দিনটি মানুষের প্রতি একটু সদয় হন। আপনার উপরও সদয় হবেন কেউ কেউ।

৩৫০ পঠিত ... ১৭:৪৮, জুন ৩০, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top