বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন (পদ্মা সেতু এডিশন)

১৪৩৪ পঠিত ... ১৭:৫৪, জুন ২৮, ২০২২

Bangla-second-paper-proshno

বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন

(সকল বোর্ডের জন্য)

 

# বিপরীতার্থক শব্দ লিখো

পদ্মা, স্বপ্ন, উদ্বোধন, অহংকার, জ্বালা

 

# বাক্যান্তর করো: যে কোন ৫টি

১) পদ্মা সেতু দেখতে যাব যাব করে যাওয়া হচ্ছে না (জটিল)

২)তুমি কি কখনো পদ্মা সেতু দেখেছো? (নির্দেশাত্মক)

৩) যিনি এইমাত্র সেতু দেখতে এলেন তিনি একজন বিখ্যাত টিকটকার (সরল)

৪) পদ্মাসেতুর নাটবল্টু খুলে নিয়ে কোথায় যাচ্ছো? (অনুজ্ঞাবাচক)

৫)কতবার বলেছি বাইক নিয়ে এখানে আসবে না! (বিবৃতিমূলক বাক্য)

৬) প্রস্রাব আটকে রাখো। (নেতিবাচক বাক্য)

 

# যে কোনো ৫ টি শব্দের বানান শুদ্ধ করো

বিস্মব্যঙ্ক, মস্তিস্ক, দক্ষিনাঞ্চল, প্রশাব, মোটড়সাইকেল, জানবাহন

 

# বাক্য রচনা করো

দাওয়াত, বিএনপি, টুস, সেতু, বিশ্বব্যাংক, স্প্যান

 

# যে কোন একটি বিষয়ে পত্র লিখো

১) প্রথম বার পদ্মা সেতু ভ্রমণের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখো

২) প্রেমিকার সাথে পদ্মা সেতু ঘুরতে যাওয়ার অভিজ্ঞতার সাথে জানিয়ে সিঙ্গেল বন্ধুর কাছে পত্র লিখো

৩) পদ্মা সেতু ভ্রমণের জন্য পিতার নিকট টাকা চাহিয়া পত্র লিখো ।

 

# আবেদন পত্র লিখো (যে কোন একটি)

১)পদ্মা সেতুতে টিকটক করার অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন পত্র লিখো

২) পদ্মা সেতুতে কুমিল্লা স্থাপনের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র লিখো

৩) বিনা টোলে পদ্মা সেতুতে ঘুরতে যাবার অনুরোধ জানিয়ে কর্তৃপক্ষের কাছ আবেদনপত্র লিখো ।

 

# ভাব-সম্প্রসারণ করো

১)পদ্মা সেতুই সকল উন্নয়নের/সুখের মূল ,

২) মিথ্যা শুনিনি ভাই

পদ্মা সেতুর চেয়ে বড় দেশে আর কোন উন্নয়ন নাই

৩) সেতুর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস,

ওপারেতে বেশি টোল আমার বিশ্বাস

 

# রচনা লিখো

১) টিকটকারদের জীবনে পদ্মাসেতু

২) পদ্মা সেতুতে একদিন

৩) পদ্মা সেতুপ্রেম

১৪৩৪ পঠিত ... ১৭:৫৪, জুন ২৮, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top