শত চড়াই-উতরাইয়ের পর ২৫ তারিখে উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। দেশের এত বড় অর্জনে অনেকের মন খারাপ হতে পারে। কারা তারা? ঘরে বসে তাই খুঁজে বের করার চেষ্টা করেছে eআরকির গবেষক দল।
১# ফেরি দাঁড় করিয়ে রাখা রাজনৈতিক নেতা
আগে প্রায়ই নেতারা ক্ষমতা প্রদর্শনের জন্য নিজের জন্য ফেরি দাঁড় করিয়ে রাখতো। এতে সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের সমস্যা দেখে হয়তো নেতারা আনন্দই পেতেন। পদ্মা সেতু হয়ে যাওয়ায় তাদের আনন্দে কিছুটা ভাটা পড়লো। এখন চাইলেই আর সাধারণ মানুষকে কষ্ট দিতে পারবেন না তারা। সাধারণ মানুষ পদ্মা সেতুতে করে চলে যাবে ৫জি গতিতে।
২# অসাধু লঞ্চ মালিকরা
একটু লাভের জন্য এতদিন লঞ্চের মালিকরা ধারণ ক্ষমতারও বেশি যাত্রী নিতো। পদ্মা সেতু হয়ে যাওয়াতে তারা আর সুযোগটি পাচ্ছে না। স্বাভাবিকভাবেই তাদের বুকে এখন একবুক দুঃখ ভর করে থাকার কথা।
৩# অসাধু সিন্ডিকেটবাজরা
ঢাকা থেকে পণ্য আসতে দেরি হওয়ার অজুহাতে এখন আর কেউ সিন্ডিকেট করে পণ্যের বাড়তি দাম নিতে পারবে না। এত বড় ক্ষতি হওয়ার পর মন তো খারাপ থাকবেই।
৪# পত্রিকার সাংবাদিকরা
পদ্মা সেতুর প্রতিটি স্প্যান, পিলার নিয়ে সাংবাদিকরা আর নিউজ করতে পারবে না। মন খারাপ তাদেরও।
৫# বরিশালের লঞ্চে ডেটে যাওয়া প্রেমিক-প্রেমিকারা
বরিশালের লঞ্চ ডেট ছিলো ঢাকার প্রেমিক-প্রেমিকাদের জন্য ‘দামে কম মানে ভালো’ ডেট। সেতু হওয়ার হয়তো আর বেশিদিন এই সুযোগ থাকবে না। স্বাভাবিকভাবেই দেশের আপামর প্রেমিক প্রেমিকাদের মন খারাপ হওয়ার কথা।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন