মাননীয় সংসদ সদস্য শেখ সেলিম ড. মুহম্মদ ইউনূসের ডক্টর টাইটেল নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সংসদে তিনি জানতে চেয়েছেন, ‘ড. ইউনূস কীসের ডাক্তার? পশুর না মাছের না গরুর ডাক্তার?’
শেখ সেলিমের এমন প্রশ্নের পর সংশয় দেখা দিয়েছে ডক্টরেট ডিগ্রিধারী লোকদের মনে। তারা নিজেরাও খুঁজতে শুরু করেছেন তারা আসলে কীসের ডাক্তার। এই প্রশ্ন নিয়ে অনেকেই ধরনা দিচ্ছেন শেখ সেলিমের কাছে।
এই দলে রয়েছেন বহু ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহও। তিনি বলেন, ‘যদিও ভাষা নিয়ে আমার কাজ। কিন্তু এমন কথা শুনে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এখন মাছেরও কোন ভাষা নেই আমারও কোন ভাষা নেই।’
একই প্রশ্ন রেখেছেন ড. কুদরত-ই-খুদাও। তিনি বলেন, ‘উনি কি গরুর ডাক্তার খুঁজছেন? প্রতিটি এলাকাতে তো পশুর ডাক্তার আছে। আমাদেরকে নিয়ে কেনো টানাটানি?’
বিষয়টি নিয়ে কী ভাবছেন ড. মুহাম্মদ ইউনূস? eআরকিকে তিনি বলেন, ‘আমি সম্ভবত মাছেরই ডাক্তার। টুপ করে নদীতে পড়ে গিয়ে মাছেদের চিকিৎসা করবো।’
মতামত দিয়েছেন হুমায়ূন আহমেদও। তিনি বলেন, ‘পৃথিবীতে অনেক খারাপ ডক্টর আছে কিন্তু একজনও খারাপ মাছের ডক্টর নেই।’
তবে বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন ড. স্ট্রেঞ্জ। তিনি বলেন, ‘আমার কোন ভয় নাই। আমাকে জিজ্ঞেস করলে বলবো, আমি মাল্টিভার্সের পাগলের ডাক্তার।’
এদিকে ড. মুহম্মদ জাফর ইকবালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তোমরা জেনে অবাক হবে যে, আমিও ডক্টর।’
বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি ড. গওহর রিজভীর সাথেও। তিনি বলেন, ‘আমিও ডক্টর। কিন্তু তিনি আমাকে কিছু বলেননি।’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন