ঈশপের আধুনিক গল্প

৫৩৪ পঠিত ... ১৭:২১, মে ২৯, ২০২২

Eshoper-adhunik-golpo

লেখা: সুমন ইমাম হোসাইন

 

বাংলাদেশে এক রিকশাওয়ালা ছিলো। সে যা রোজগার করতো তাই দিয়ে কোনোরকমে খেয়ে-পরে দিন চালাতো। এত দারিদ্র্যের মধ্যেও সে শখ করে একটা বাটনওয়ালা মোবাইল দিয়ে প্রেমিকার সাথে টুকটাক কথা বলতো।

একদিন ব্রিজের উপর রিকশা দাঁড় করিয়ে সে প্রেমিকার সাথে কথা বলছিলো। কথা বলার সময় হঠাৎ একজনের সাথে ধাক্কা খেয়ে তার হাত থেকে মোবাইলটা নদীর গভীর পানির মধ্যে পড়ে গেলো। নদীতে ছিল প্রবল ঢেউ। তাই রিকসাওয়ালা নদীতে নামার সাহস করতে পারলো না। কোনো উপায় না পেয়ে ব্রিজের গোড়ায় বসে সে কাঁদতে লাগলো।

সে এতই গরিব যে তার আবার একটা মোবাইল কেনার মতো অবস্থা ছিল না। প্রেমিকার সাথে কীভাবে কথা বলবে এই চিন্তায় তার চোখ দিয়ে পানি পড়ছিলো।

এরকম অবস্থায় হঠাৎ এক মৎস্যকন্যা নদীর মধ্য থেকে উঠে তাকে প্রশ্ন করলো, 'তুমি কাঁদছো কেন?’

রিকশাওয়ালা বললো 'আমার মোবাইলটা পানিতে পড়ে গেছে। আরেকটা মোবাইল কিনবো সেই সামর্থ্য নেই। প্রেমিকার সাথে কথা বলতে না পারলে সম্পর্ক থাকবে না  এই কষ্টে কাঁদছি।‘

মৎস্যকন্যা বললো, 'আচ্ছা তোমার মোবাইল আমি এনে দিচ্ছি, তুমি টেনশন নিও না।‘ এই বলে তখনই  নদীতে ডুব দিয়ে লেটেস্ট মডেলের একখানা আইফোন তুলে এনে মৎস্যকন্যা জিজ্ঞাসা করলো 'এটা কি তোমার?’

রিকশাওয়ালা ভালো করে দেখে বলল, 'না।’

সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা স্যামসাং নোট নিয়ে এসে মৎস্যকন্যা জিজ্ঞাসা করলো 'তবে এটা কি তোমার?’

এবারও রিকশাওয়ালা দেখে টেখে বললো 'এটাও নয়।’

তখন মৎস্যকন্যা আবার ডুব দিয়ে একটা বাটনওয়ালা মোবাইল এনে তাকে দেখালো। রিকশাওয়ালা এতক্ষণ পরে নিজের মোবাইল চিনতে পেরে সানন্দে বলে উঠল, 'হ্যাঁ, এটাই আমার। ধন্যবাদ।’

মৎস্যকন্যা রিকশাওয়ালার এই সততা দেখে মুগ্ধ হল। সে তাকে তার নিজের মোবাইলটি তো ফিরিয়ে দিলোই, সাথে আইফোন ও স্যামসাং নোট দুটিও উপহার দিয়ে পানির মধ্যে অদৃশ্য হয়ে গেলো।

দামী মোবাইল দুটো পেয়ে রিকশাওয়ালা খুব খুশি হলো। রিকশাওয়ালার আইফোন দেখে প্রেমিকার বাবা তার সাথে বিয়েতে মত দিলেন। বিয়েতে রিকশাওয়ালা প্রেমিকাকে স্যামসাং নোট উপহার দিলো। দুজনেই টিকটক ভিডিও বানিয়ে ভালো আয় করতে লাগলো। এবং খুব সুখে ও স্বচ্ছন্দে তাদের দিন কাটতে লাগলো।

এদিকে একই গ্রামে রিকশাওয়ালার এই গল্পটি শোনার পর আরেকজন রিকশাওয়ালার মনে লোভ জন্মালো। সে একদিন চুপিচুপি সেই নদীর ব্রিজের ওপর থেকে তার বাটনওয়ালা মোবাইলটা ইচ্ছে করে পানির মধ্যে ফেলে দিল। তারপর ব্রিজের গোড়ায় বসে চোখে গ্লিসারিন লাগিয়ে ভেউভেউ করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে সেই মৎস্যকন্যা সেখানে হাজির হলো।

মৎস্যকন্যা বাটনওয়ালা মোবাইল তুলে তাকে জিজ্ঞাসা করলো, 'এটা কি তোমার?’ রিকশাওয়ালা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো 'তোমার না প্রথমে আইফোন উঠানোর কথা?’

মৎস্যকন্যা হেসে বললো 'স্টক আউট!’

 

(ঈশপের গল্প অবলম্বনে)

৫৩৪ পঠিত ... ১৭:২১, মে ২৯, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top