একটি পুরোনো বেসরকারি জোক ও একটি নতুন সরকারি জোক

১৪৯৯ পঠিত ... ১৯:০৫, মার্চ ০৩, ২০২১

sorkari joke

একবার সরকারের বিশাল বৃক্ষরোপন কর্মসূচির গাছ লাগানোর দায়িত্ব পায় তিনটি সংস্থা। প্রথম সংস্থা গর্ত খোঁড়ে, দ্বিতীয় সংস্থা সেই গর্তে গাছ বসায়, তৃতীয় সংস্থা গাছ বসানোর পর মাটি সমান করে সব ঠিকঠাক করে।
তো, একদিন দেখা গেলো প্রথম দল গর্ত করছে, সাথে সাথে তৃতীয় দল মাটি দিয়ে সেই গর্ত ভরাট করছে। এভাবে সারাদিন কাজ করার পর তাদের জিজ্ঞেস করা হল, ঘটনা কী? তোমরা গাছ না লাগিয়েই গর্ত ভরাট করছো কেন?
জবাবে তারা বললো: গাছ বসানোর দায়িত্ব দ্বিতীয় পক্ষের। তারা আজ কাজে আসে নাই। সরকারের কাজ, তারা আসে নাই বলে তো আমরা কাজ ফাঁকি দিতে পারি না, তাই আমরা আমাদের ডিউটি ঠিকমত পালন করে যাচ্ছি।
এটা ছিল পুরাতন জোক্স।

নতুন জোক্স হলো: ঢাকার চার পাশে বৃত্তাকার নৌরুট সচল করার কাজ এগিয়ে চলছে। এতে বিভিন্ন নদীর উপর ১৬টি নিচু ব্রিজ ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সামনে এগুলো সব ভাঙ্গা হবে। সময়ের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে তুরাগ নদীর উপর ১১০ কোটি টাকা ব্যয়ে দুটি ব্রিজ তৈরি করা হচ্ছে। যার উচ্চতা ঐ ১৬টি ব্রিজের চেয়েও কম। মানে, বানানোর পর এগুলোও ভেঙ্গে ফেলা হবে। ঠিক ঐ বৃক্ষরোপণের ঘটনার মত, দ্বিতীয় পক্ষ এসে ভেঙ্গে ফেলবে তাই বলে কী প্রথম পক্ষ দায়িত্ব পালন করে ব্রিজ তৈরি করবে না?

(এমন আরও সব মজার মজার পলিটিকাল জোক্স পড়তে নিয়মিত পত্রিকার পাতায় চোখ রাখুন!)

লেখা: মাহমুদুল হাসান

১৪৯৯ পঠিত ... ১৯:০৫, মার্চ ০৩, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top