এই জ্যামিতি বক্সে যে কালো বালকটি বসে আছে, তার পেছনের ইতিহাস জানা আছে কি?

৫৫০০ পঠিত ... ১৫:১৫, অক্টোবর ২৯, ২০১৯

ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করুন। আমাদের মতো অনেকেই এই জ্যামিতি বক্সটির সঙ্গে পরিচিত। কিন্তু এর উপর কালো রঙের যে বালকের ছবি দেখা যাচ্ছে, সেই ছবির ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন না। এমনকি আমাদের সময়ের ছেলেপুলেরাও জানতো না। তবে এই ছবিটি নেহায়েৎ একটি ছবি নয়। ইতিহাস জানার আগে এই ছবিটির দিকে ভালো করে তাকান। কী দেখতে পাচ্ছেন?

শতকরা ৯৯ শতাংশ মানুষ এখানে দেখতে পায়, একটি ছেলে পড়ার চেয়ারে বসে টেবিলের উপরে কিছু একটা করছে। ছেলেটির হাতে কাঁটা-কম্পাস। কিন্তু ছেলেটি রঙিন নয়। কালো। এমনকি তার চেয়ার টেবিলও কালো। শুধু তার চারপাশটা সাদা। তাই না?

কিন্তু এই ছবিটি কেন দেওয়া হলো? কী তার ইতিহাস? একবারও কি ভেবেছেন? নিশ্চয়ই ভাবেননি? আমরাও ভাবিনি।

তার চেয়ে বড় কথা হলো, চাইনিজ এই জ্যামিতি বক্সে থাকা একটা আজাইরা ছবি নিয়ে ভাবার কী আছে! আমরা ভাবিনি, তাই এই ছবির ইতিহাসও জানি না। যারা ইতিহাস জানার জন্য এই লেখাটি পড়েছেন তাদের উদ্দেশে বলছি, আজাইরা বিষয়ে কৌতূহলী না হয়ে ভালো ও গুরুত্বপূর্ণ বিষয়ে কৌতূহলী হোন।

জ্যামিতি বক্সের উপরে একটা ছেলের ছবি কেন দেওয়া হলো, সেই ইতিহাস না জানলেও চলবে। তবে জানতে পারলে আমাদেরও একটু জানাইয়েন।

(লেখাটি আমাদের একজন পাঠিয়েছিল। আমরাও অনেক মনোযোগ দিয়ে পড়া শুরু করেছিলাম। এরপর থেকে মূল লেখককে আমরা খুঁজছি, তাকে কড়া মাইর দেয়ার দরকার আছে।)

৫৫০০ পঠিত ... ১৫:১৫, অক্টোবর ২৯, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top