একজন ফটোগ্রাফার মরে গিয়ে স্বর্গে এসেছে।
স্বর্গের দারোয়ান তাকে বলল, 'এখানে এখন নতুন একটা ফিচার এসেছে। আপনি স্বর্গের দরজা দিয়ে ঢোকার আগে দুনিয়ার একজনের সাথে এক মিনিটের জন্য কথা বলতে পারবেন। বলুন, কার সাথে কথা বলবেন?'
লোকটা খুশি হয়ে প্রিয় একজন বন্ধুর নাম বলল।
তাকে স্বর্গীয় ফোন হ্যান্ডওভার করা হল।
কিন্তু দারোয়ান অবাক হয়ে লক্ষ্য করল, লোকটা এক মিনিটের জায়গায় বিশ সেকেন্ড কথা বলে চিমসা মুখ করে ফিরে আসছে।
দারোয়ান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, 'ভাই মুখ চিমসা কেন? কি কথা হল?'
'আর বইলেন না,' ফটোগ্রাফার বিরক্তির সাথে বলল, 'শালায় বলে, এইখানে যদি নেট কানেকশন থাকে তাইলে আমার ক্যামেরায় যেসব ছবি দেওয়া হয় নাই সেগুলা যেন এডিট করে ড্রাইভ লিংক ওরে পাঠায়া দেই! মইরাও শান্তি নাই বা*... '
লেখা: শাদমান জাহিন
আরও পড়ূন- ছবি তুলতে গিয়ে ফটোগ্রাফার বন্ধুদের যে ১৫টি কথা শুনতেই হয়
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন