যে স্টেডিয়ামে ব্যাটিং করা নিষেধ

৬৮৪ পঠিত ... ২০:১২, ডিসেম্বর ০৩, ২০১৭

শেরে বাংলা স্টেডিয়ামের গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। আমার মত যারা টিকেট পায় না, তারা এভাবেই মাঠের চিৎকার শুনে 'কোকের স্বাদ মোজোতে মেটায়'।

হঠাৎ মাইকে ঘোষণা দিলো, 'যাদের টিকেট নাই, তারা অযথা ভীড় করবেন না। গেট থেকে সরে দাঁড়ান, যানবাহন চলতে সাহায্য করুন।'

নির্দেশনা মেনে গেট থেকে না হয় সরলাম, যানবাহন চলতে সাহায্য করবো কীভাবে? ড্রাইভারকে গিয়ে বলবো, 'ভাই, অাপনি অনেক কষ্ট করেছেন, এবার একটু রেস্ট নেন, ডাবডুব খান, আপনার যানবাহন আমি চালাচ্ছি...', নাকি গিয়ে সোজা ঠেলা শুরু করবো? সাহায্য করার প্রসেস সম্পর্কে নিশ্চিত হতে পারলাম না বলে সাহায্যটা করা হলো না!

একটু পর আবার মাইকে ঘোষণা- 'মাঠের ভেতরে ব্যাটিং করা, মোবাইলে স্কোর আপডেট করা নিষেধ!' কয় কী? মাঠের ভেতর ব্যাটিং না করলে কই করবে? শুধু বোলিং দেখতে এত লোক? তার মানে 'ক্রিকেট ব্যাটসম্যানদের খেলা' এটা ভুল প্রমাণ করতে চাচ্ছে কর্তৃপক্ষ? ব্যাটিং করা নিষেধ বলেই কি ৯৭ রানে অলআউট হয়েছে রংপুর? বিষয়টা কী?

আবার মন দিলাম ঘোষণায়। ভাই একইভাবে বলছেন, 'মাঠের ভেতরে জুয়া খেলা, ব্যাটিং করা, মোবাইলে...'

ওরে ভাই! শব্দটা ব্যাটিং না, 'বেটিং'!

৬৮৪ পঠিত ... ২০:১২, ডিসেম্বর ০৩, ২০১৭

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top