সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের মাননীয় গুজব মন্ত্রীকে বিমান বন্দরে যাত্রা পথে আটক করা হয়েছে। তার মতো একজন শক্তিশালী মন্ত্রী কীভাবে আটক হয়ে গেলেন সেটা ভেবে ঘুমাতে পারেনি অনেক সচেতন নাগরিক। যে মন্ত্রী দেশের হাজার হাজার ফ্রিল্যান্সারদের রুজি-রুটিতে এক কথায় ফুল স্টপ দিতে পারেন, ইন্টারনেট বন্ধ করে রাখতে পারেন, ফেসবুকে ৩০ লাখ টাকার অ্যাড দিতে পারেন, তিনি কীভাবে আটক হন?
অনেক কিছুই আসলে হয়ে যায়, পলক সাহেবকে আটকের সময় eআরকির গুজব উদঘটক দলের কয়েকজন চৌকস মোবাইল যোদ্ধা ছিলেন ঘটনাস্থলে।
পলক সাহেব খুব আনমনে গান শুনতে শুনতে গাড়ি হাঁকাচ্ছিলেন এয়ারপোর্টের দিকে। গুজবে সয়লাব ফেসবুকে একটা গুজব এলো 'গুজব পলক' পালাচ্ছে। ওকে ধরুন।
খবরটা পাবার সাথে সাথেই ভ্যারিফাই করে আমাদের গুজব উদঘাটকরাও গাড়ি হাঁকান। পথে আর্মির এক গাড়ির সাথে দেখা হয় যায়। জানা গেলো তারাও পলকের এয়ারপোর্ট যাবার খোঁজ পেয়েছেন। আর্মির গাড়ির সমান তালে চলতে চলতে জ্যামে আটকা পলকের গাড়িতে ঠোকা দিয়ে সিনেমার কায়দায় আর্মি ঘিরে ফেলে তাকে। সে সময়ে তাদের মাঝে কিছু কাল্পনিক আলাপচারিতা হয় বলেও জানা গেছে। আলাপটা অনেকটা এমন...
: হ্যান্ডস আপ গুজব পলক! পালাচ্ছ কোথায়?
: কে বলল আমি পালাচ্ছি!
: আমরা খবর পেয়েছি তুমি পালাচ্ছ।
: আরে ঐটা তো আপনাদেরকে ইনভাইট জানিয়েছি আমাকে আটক করা জন্য।
: কী বললে?
: আমি গুজব পলক। আমি চলি গুজবে গুজবে। নেত্রী যখন বিশ্বাসঘাতকতা করেন, তখনই ঠিক করি আমি যদি আটক হই তাহলে গুজব দিয়েই আটক হব। এজন্য এত কিছু করেছি। আমকে নিয়ে চলুন।
জানা গেছে এই ঘটনার পর পলককে আর জনসম্মুখে দেখা যায়নি।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন